বাংলাদেশ

সিডন্সের আগ্রহে বিদেশি পাওয়ার হিটিং কোচ নেয়নি বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:43 বৃহস্পতিবার, 18 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য যেন হ্যালির ধুমকেতু। কালে-ভদ্রে জয়ের দেখা পায় টাইগাররা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স গ্রাফ কেবলই নিম্নমুখী। যেখানে বড় দায় ব্যাটারদের। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই, অথচ সেখানে ঢের পিছিয়ে বাংলাদেশ।

এবার সেই পাওয়ার হিটিং নিয়ে বাড়তি পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এর জন্য একজন বিদেশি পাওয়ার হিটিং কোচও নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছিল বোর্ড। তবে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে বেশ আগ্রহী জেমি সিডন্স। তাই আপাতত ব্যাটিং কোচের উপরই ভরসা রেখেছে বিসিবি।

বাংলাদেশের ব্যাটাররা শারীরিকভাবেই পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়, এমন কথা বাংলাদেশের ক্রিকেটারদের মুখেই শোনা গেছে বহুবার। এমনটাই যদি সত্যি হয়, তাহলে এখানে তাদের কোনো দায় নেই। তবে দক্ষতা আর টাইমিং দিয়েও বড় শট খেলা যায়, দ্রুত রান তোলা যায়। আর এই জায়গায়তে ক্রিকেটারদের আরও দক্ষ করে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি কম ওভারের খেলা হওয়ায় এখানে ছোট-ছোট ভুলও বড় কারণ হয়ে দাড়ায়। কোনো কোনো ম্যাচে এক ওভারেও ম্যাচের মোড় ঘুরে যায়। তাই ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কাজ করার পাশাপাশি মানসিকতায়ও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, 'আমরা চিন্তা করেছিলাম যে, পাওয়ার হিটিংয়ের জন্য বাইরে থেকে কাউকে (পাওয়ার হিটিং কোচ হিসেবে) নিয়ে আসবো। কারণ টি-টোয়েন্টিতে আমাদের মূল সমস্যা যেটা দেখি, আমাদের কিন্তু খেলোয়াড় আছে, খেলোয়াড় যে নেই তা কিন্তু না। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের মানসিক পরিবর্তন দরকার যদি আমরা জিততে চাই এবং এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই। সেজন্য কি করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম, তখন জেমি এসে বললো সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয় নিয়ে কাজ করতে) খুবই আগ্রহী।

এশিয়া কাপের আগেই দলের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনবে বাংলাদেশ। যার প্রতিফলন দেখা যাবে এশিয়া কাপে। এর এই টুর্নামেন্টে বেশ কিছু পরিকল্পনা বাজিয়ে দেখলেও তাদের মূল লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ পর্যন্ত পাওয়ার হিটিংয়ের জন্য সিডন্সের উপর ভরসা রাখবে বোর্ড।

পাপন বলেন, 'আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জিমি বলল, তার নাকি এটাতে বিশেষত্ব আছে। আমরা (সিডন্সের অধীনে পাওয়ার হিটিংয়ে উন্নতি) দেখবো এই এশিয়া কাপ না, আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ (পর্যন্ত)। কারণ, তা আরও চ্যালেঞ্জিং। কারণ, সেটা অস্ট্রেলিয়ায়। ওইসব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটরা কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না।'

ইতোমধ্যেই এশিয়া কাপকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। যার বড় অংশজুড়ে আছে পাওয়ার হিটিং। তাই আগে থেকেই এটা নিয়ে কাজ শুরু করেছেন ক্রিকেটাররা। গত কয়েক দিন ধরে মিরপুরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে দেখা গেছে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়দের। এই কয়েক দিনের অনুশীলনে কাছে থেকে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে যাচ্ছেন সিডন্স।

পাপন বলেন, 'সিডন্সের সঙ্গে বসেছিলাম, তখন শুনলাম এখানে (মিরপুর স্টেডিয়ামে) অনুশীলন হচ্ছে এবং কয়েকজন (ক্রিকেটার) অনুশীলন করছে। বিশেষ করে পাওয়ার হিটিংয়ের উপর কাজ করছে, এসব নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।'