ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ

দুই বছরের মধ্যে হারিয়ে যেতে পারে ওয়ানডে ক্রিকেট: মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:35 রবিবার, 07 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টির জন্মলগ্ন থেকেই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও টি-টোয়েন্টির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বহাল তবিয়তে টিকে আছে ৫০ ওভারের ক্রিকেট। অবশ্য সাম্প্রতিক সময়ে আবারও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা শুরু হয়েছে।

এবার সেই বিতর্কে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তিনি মনে করেন ওয়ানডে ক্রিকেট এখন বিরক্তিকর সংস্করণে পরিণত হয়েছে। ৫০ ওভারের ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা। আগামী দুই বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেটের মৃত্যু দেখছেন তিনি।

এ প্রসঙ্গে মঈন বলেন, 'এই মুহূর্তে মনে হচ্ছে ওয়ানডের অবস্থা নড়বড়ে। কিছু একটা না করলে বছর দুয়েকের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যেতে পারে। আসলে এটি এখন দীর্ঘ ও বিরক্তিকর এক সংস্করণ হয়ে গেছে।'

টি-টোয়েন্টি ও টেস্টের মাঝামাঝি পড়ে যাওয়ায় ওয়ানডে ক্রিকেট গুরুত্ব হারিয়েছে বলেও দাবি করেছেন মঈন। তিনি বলেন, 'এখন টি-টোয়েন্টি আছে, টেস্ট যা দারুণ এক সংস্করণ। ৫০ ওভারের খেলা পড়ে গেছে মাঝামাঝি অবস্থায়। এই কারণে এটিকে কোন গুরুত্বই দেয়া হচ্ছে না।'

ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস ওয়ানডে থেকে অবসরের পরই ৫০ ওভারে ক্রিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়। ক্রিকেটাররা এখন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি সময় দিতে চাইছেন। আগামী বছর শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি ও সাউথ আফ্রিকার আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। 

এমন ঠাঁসা সূচির কারণে সামনে আরও অনেক ক্রিকেটারই অবসরের পথে বেঁছে নেবেন বলে মনে করেন মঈন। তার ভাষ্য, 'আমার মনে হয় এখন অনেক বেশি খেলা হচ্ছে। এত বেশি টুর্নামেন্ট আসছে, ক্রিকেটারদেরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘন ঘন অবসরের খবর মিলছে। শিগগিরই দেখবেন আরও অনেকে অবসর নিবে। কারণ এত ঠাসা সূচি।'