কাউন্টি ক্রিকেট

আইপিএল থেকে সরে দাঁড়ানো ব্রুকের ফেরার ম্যাচেই সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:47 বুধবার, 10 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দাদী মারা যাওয়ায় পরিবারের পাশে থাকতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। তবে আইপিএল চলাকালীনই বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। নিজের ফেরার ম্যাচে ইয়র্কশায়ারের হয়ে ৬৯ বলে সেঞ্চুরি করেছেন ব্রুক।

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে আরব আমিরাতে ইংল্যান্ডের প্রাক্‌–সফর ক্যাম্পে ছিলেন ব্রুক। কিন্তু দাদী অসুস্থ হওয়ার পর খবরে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এদিকে সবশেষ মৌসুমে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। পরবর্তীতে নিলাম থেকে ৪ কোটি রুপিতে ডানহাতি এই ব্যাটারকে নিজেদের ডেরায় ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেন পরিবারের পাশে থাকতে। যদিও আইপিএল শুরুর কয়েকদিন পরই মাঠের ক্রিকেটে ফিরেছেন ব্রুক।

হেডিংলিতে লেস্টারশায়ারের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামেন ইংলিশ এই ব্যাটার। উইকেট খানিকটা ধীরগতির হলেও তা খুব বেশি অসুবিধায় ফেলতে পারেনি ব্রুককে। স্কট কারির বিপক্ষে লেগ সাইড দিয়ে টানা দুটি ছক্কা মেরেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার।

ব্রুক যখন ৯৬ রানে অপরাজিত তখন এক ওভারে দুই উইকেট তুলে নেন বেন মাইক। সেই সময় ব্রুককে খানিকটা চেপে ধরার চেষ্টা করেছিল লেস্টারশায়ার। তবে সেঞ্চুরি বঞ্চিত করা যায়নি তাকে। গ্ল্যান্স করে ফাইন লেগে ঠেলে দিয়ে ৬৯ বলে সেঞ্চুরি করেছেন ব্রুক। ডিভিশন ২ এর ম্যাচে সেঞ্চুরি করে নিজের ফেরাটা রঙিন করলেন তিনি।

এদিকে ব্রুককে না পেয়ে বদলি ক্রিকেটার নিয়েছে দিল্লি। যেখানে ব্যাটারের বদলি হিসেবে সাউথ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে বেছে নিয়েছে তারা। ২০২২ সালে সাউথ আফ্রিকার হয়ে অভিষেক হয় উইলিয়ামসের। এখন পর্যন্ত প্রোটিয়াদের হয়ে দুটি টেস্ট, চারটি ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৩ ম্যাচে নিয়েছেন ১০৬ উইকেট।

যেখানে প্রতি উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসারের খরচ হয়েছে ১৯.৭৬ রান। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার দলেও ছিলেন তিনি। যদিও একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটি খেলেছিলেন এই পেসার। জানুয়ারিতে হওয়া এসএ২০ লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে ১৫ উইকেট পেয়েছিলেন উইলিয়ামস। তার চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন কেবল মাত্র তিনজন।