Connect with us

শ্রীলঙ্কা ক্রিকেট

ফিরছেন ম্যাথুস, করোনা আক্রান্ত শ্রীলঙ্কার আরও ৩ ক্রিকেটার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ শুনল শ্রীলঙ্কা। করোনায় আক্রান্ত হয়েছেন তাদের তিন ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফরি ভ্যান্ডারসে। করোনা নেগেটিভ হয়ে স্কোয়াডে ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনজন করোনা আক্রান্ত হওয়ায় নতুন করে স্কোয়াডে যুক্ত হচ্ছেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাকান।

করোনা আক্রান্ত হওয়া প্রত্যেকেই অন্তত পাঁচ দিন আইসোলেশনে থাকবেন। যার কারণে ৮ জুলাই শুরু হতে যাওয়া গল টেস্টে খেলা হচ্ছে একজনেরও। এই তিনজনই খেলেছিলেন সিরিজের প্রথম টেস্টে। নিশ্চিতভাবেই এই টেস্টে খেলতে পারতেন ধনঞ্জয়া ও আসিথা।

এর আগে করোনার কারণে গল টেস্টের স্কোয়াডে জায়গা পাননি প্রবীণ জয়াবিক্রমা। জয়াবিক্রমা করোনা আক্রান্ত হওয়ার পর অবশ্য স্কোয়াডে তিনজন স্পিনার যুক্ত করে শ্রীলঙ্কা। তারা হলেন মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহে।

এই তিন জনের অন্তত একজন, এমনকি দুজনের অভিষেক করাতে পারে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট। অভিষেকের দৌড়ে এগিয়ে থাকবেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। পাঁচ ম্যাচের সেই সিরিজে ওয়েলালাগে নেন সর্বোচ্চ ৯ উইকেট।

তা ছাড়া ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখার সামর্থ্য আছে ওয়েলালাগের। ওয়েলালাগে ছাড়াও অভিষেক হতে পারে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহের। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে তিনি নিয়েছেন ১৩ উইকেট। অবশ্য সান্দাকান দলে থাকলে এই তিন জনের একজনকেই অভিষেক করাবে শ্রীলঙ্কা।

এদিকে প্রথম টেস্টের তৃতীয় দিন করোনায় আক্রান্ত হওয়া ম্যাথুসের আইসোলেশন শেষ হয় গত ৫ জুলাই। পুনরায় করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ ফলাফল আসে তার। ফলে গল টেস্টে ফিরছেন ম্যাথুস। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

আর্কাইভ

বিজ্ঞাপন