'বাজবল' তত্ত্ব কী, দ্রাবিড়ের প্রশ্ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:07 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ধরনই বদলে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটেও যে আগ্রাসী খেলে ম্যাচ জেতা যায় সেটাই প্রমাণ করেছেন ইংল্যান্ডের এই টেস্ট প্রধান কোচ। ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে এই দর্শনের নাম দেয়া হয়েছে 'বাজবল'।

যদিও এই 'বাজবল' তত্ত্ব নিয়ে কিছুই জানেন না ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এজবাস্টনে ৭ উইকেটে হারের পর তাকে প্রশ্ন করা হয়েছিল 'বাজবল' তত্ত্ব নিয়ে। দ্রাবিড় বরাবরের মতো সোজাসাপ্টা উত্তরে বলেছেন, ‘ওটা কী বিষয়, ঠিক জানি না।’

ভারতীয় এই কোচের এমন মন্তব্যের পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অবশ্য এরপর অবশ্য দ্রাবিড় ইংল্যান্ডের চতুর্থ ইনিংসে রান তাড়া করার ব্যাপারে প্রশংসা করেছেন। সে সময় তিনি ব্র্যান্ড অব ক্রিকেটের ব্যাখ্যাও দিয়েছেন।

দ্রাবিড় বলেন, 'আমি অবশ্যই বলব, শেষ চারটি টেস্টে ওরা (ইংল্যান্ড) যে ধরনের ক্রিকেট খেলছে, সেটা খুব ভালো। রান তাড়া করার ক্ষেত্রে ওরা ভালো খেলছে। বিশেষত ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে রান তাড়া করা সহজ নয়।'

তিনি আরও বলেন, 'দল কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে, তার অনেকটাই দলের খেলোয়াড়দের উপর এবং তারা কী রকম ফর্মে আছেন, সেটার উপর নির্ভর করে। যখন খেলোয়াড়রা ভালো ফর্মে থাকেন, যে কোনও দলকে অনেক বেশি ইতিবাচক দেখায়।'

এরপর নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ করে দ্রাবিড় বলেন, ‘শেষ তিনটি টেস্টেই তৃতীয় ইনিংসে আমাদের ব্যাটিংটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারিনি। অবশ্যই এই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে। ’