promotional_ad

ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছিল হতাশার: শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ইনিংসে ঋষভ পান্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল ভারত। এরপর ইংল্যান্ডকে তিনশোর আগে অলআউট করে লিডও নিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানের বেশি করতে পারেনি জাসপ্রিত বুমরাহর দল। এই ইনিংসে আরও বেশি আক্রমণাত্মক খেললে ইংল্যান্ডের জন্য লক্ষ্যটা আরও বেশি হতে পারতো বলে মনে করেন রবি শাস্ত্রী। 


এজবাস্টনে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। একশো পেরোনোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ভারত। এরপর দলের হাল ধরেন পান্ত আর রবীন্দ্র জাদেজা। একপ্রান্তে পান্তের আক্রমণাত্মক ব্যাটিং আর অপর প্রান্তে জাদেজার মাস্টারক্লাস। এই দুজনের পালটা আক্রমণে আবারও ম্যাচে ফিরে জাসপ্রিত বুমরাহর দল। 


promotional_ad

নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি ভারতের টপ অর্ডার। ৭৫ রানে ৩ উইকেট হারায়। এই ইনিংসেও একমাত্র পান্ত ছাড়া বাকিরা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের এমন রক্ষাণাত্মক ব্যাটিংয়ে হতাশ হয়েছেন ভারতের সাবেক এই কোচ।


শাস্ত্রী বলেন, ‘আ‌মি ম‌নে ক‌রি, দ্বিতীয় ই‌নিং‌সে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং কর‌তে পারতো। ইংল্যান্ডকে ম্যাচের বাই‌রেই নি‌য়ে যে‌তে পারতো। সে‌টি না কর‌তে পারা ছিল বেশ হতাশারই।’


দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে ৪ উইকেট থেকে ২৪৫ রানে অলআউট হয়েছে ভারত। শেষ ৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তারা। শাস্ত্রী মনে করেন, শেষ দিকের ব্যাটাররা যদি আরও দুই সেশন ব্যাটিং করতে পারতেন তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন রকমও হতে পারতো।


শাস্ত্রী বলেন, 'ভার‌তের আরও দুই সেশন ব্যাটিং করা উ‌চিত ছিল। তারা খু্বই রক্ষণাত্মক ব্যাটিং ক‌রে‌ছে। তারা ছিল নির্জীব, বিশেষ ক‌রে মধ্যাহ্নবির‌তির প‌র ব্যাটিংটা ছিল খুবই হতাশার ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball