Connect with us

ভারত

আবারও করোনা পজিটিভ রোহিত, নেতৃত্ব দেবেন বুমরাহ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রোহিত শর্মা করোনা পজিটিভ হওয়ায় এজবাস্টন টেস্টে তার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। তাছাড়া তিনি খেলার মতো ফিট কি না সেটা নিয়েও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। সবমিলিয়ে এই টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর সহ অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে আগেই ছিটকে গেছেন। তাই তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ।

সর্বশেষ বুধবার (২৯ জুন) কোভিড-১৯ পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছন রোহিত। আগামী দুই দিনের মধ্যে আবারও তার কোভিড পরীক্ষা করানো হবে। তবে সেখানে নেগেটিভ আসলেও তিনি যদি ম্যাচ খেলার মতো যথেষ্ট ফিট না থাকেন তাহলে তাকে নিয়ে ঝুঁকি নিবে না টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিবেন বুমরাহ। আর তাতে নতুন এক রেকর্ডও গড়বেন এই ডানহাতি পেসার। বিশেষজ্ঞ পেসার হিসেবে ভারতকে এর আগে টেস্টে নেতৃত্ব দেননি কেউই। পেসার হিসেবে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব, লালা অমরনাথ, বিজয় হাজারে এবং গুলাব্রাই রামচাঁদ। তবে তাঁদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।

এর আগে গত ২৫ জুন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় ভারতের ক্রিকেটারদের। সেই অ্যান্টিজেন টেস্টেই রোহিতের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার খবর পাওয়া যায়। এক বিবৃতিতে সেদিনই খবরটি নিশ্চিত করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এজবাস্টন টেস্টে নামার আগে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচ চলাকালেই কোভিড আক্রান্ত হন তিনি। তাই প্রথম ইনিংসে ব্যাটিংও করলেও দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করেননি রোহিত।

এক জুলাই শুরু হতে যাচ্ছে এজবাস্টন টেস্ট। এই টেস্টকে ঘিরে বেশ রোমাঞ্চিত ভারতের ভক্ত-সমর্থকরা। গত বছর হওয়া পাঁচ ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। সেই সিরিজে করোনার কারণে বাতিল হওয়া ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বিষ্ণই কেন দলে, শামি কেন নেই, প্রশ্ন শ্রীকান্তের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

না খেলে কার্তিককে ধারাভাষ্য দেয়ার পরামর্শ জাদেজার

আর্কাইভ

বিজ্ঞাপন