ইংল্যান্ড ক্রিকেট

অবসরের ঘোষণা দিলেন মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 মঙ্গলবার, 28 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক মাস ধরে অফ ফর্মে আছেন ইয়ন মরগান। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি। সবমিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অফিসিয়াল ওয়েব সাইটে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মরগান নিজেই।

তিনি বলেছেন, 'অনেক চিন্তা-ভাবনা ও বিবেচনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দদায়ক ও ফলপ্রসূ অধ্যায়কে বিদায় জানানোর সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু আমি মনে করি এটাই সঠিক সময়। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের জন্যই আমি আজকের এই অবস্থানে এসেছি।'

মরগান তার ১৬ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১২ সালে। সাদা পোশাকে বেশি ম্যাচে খেলার সুযোগ না হলেও সীমিত ওভারের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলেছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন মরগান। ইংল্যান্ডের হয়ে ২২৫ ওয়ানডেতে ১৩টি শতকসহ ৬ হাজার ৯৫৭ রান মরগানের।

এ ছাড়া ১১৫ টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৪৫৮ রান। ১৬ টেস্টে তার নামের পাশে রয়েছে ৭০০ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে তার। এমন বর্ণাঢ্য ক্যারিয়ারের পরও গত কিছুদিন ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ইংলিশ অধিনায়কের।

তার খেলা সর্বশেষ ২৮ ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে মাত্র দুটিতে। যার কারণে সমালোচনার মধ্যেও পড়তে হয়েছিল তাকে। সেই সমালোচনা মাথায় নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।