promotional_ad

ভারতের বিপক্ষে খেলবেন না আদিল রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সময় পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবে থাকবেন আদিল রশিদ। যার কারণে ভারত সিরিজে খেলা হচ্ছে না এই স্পিনারের।


একই কারণে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারের হয়েও বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না রশিদ। ইতোমধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের অনুমতিও পেয়েছেন রশিদ।


promotional_ad

রশিদ বলেন, ‘হজ্বে যাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু সময় করে ওঠা হচ্ছিল না। এ বছর মনে হলো, এটা এমন কিছু যা আমাকে করতে হবে এবং আমি এটাই করতে চাই। ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তারা উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব। এটা হবে আমার জন্য অনেক বড় মুহূর্ত।’


ভারতের বিপক্ষে এক থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। ৭ জুলাই ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইয়ন মরগানের দল। টি–টোয়েন্টির পর শুরু হবে ওয়ানডে সিরিজ। যা শেষ হবে ১৭ জুলাই।


ভারত সিরিজে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে দেখা যাবে রশিদকে। জুলাইয়ের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি। ১৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড।


রশিদের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে দেখা যেতে পারে ২৫ বছর বয়সী লেগ স্পিনার ম্যাক পার্কিনসনকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball