promotional_ad

দিনের প্রথম ২ ঘণ্টায় চোখ সাকিবের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যান্টিগা টেস্টে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টপ অর্ডারদের এমন ব্যর্থতার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সাকিব আল হাসানের দল। ৭ উইকেটের হারের ম্যাচ শেষে অধিনায়ক জানিয়েছেন, অ্যান্টিগার প্রথম সেশনই বাংলাদেশের ম্যাচ শেষ করে দিয়েছে। ব্যর্থতা কাটিয়ে উঠতে তাই সাকিবের চোখ দ্বিতীয় টেস্টের প্রথম দুই ঘণ্টায়। ব্যাটিং কিংবা বোলিং যাই হোক না কেন, সাকিবের চোখ প্রথম দুই ঘণ্টায় ভালো শুরু করা।


একজন ব্যাটার আউট হলেই ধস নামে বাংলাদেশ শিবিরে। সর্বশেষ কয়েক টেস্টে সেটা ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা টেস্টের প্রথম ই??িংসে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৫ উইকেট হারিয়েছিল ৫৩ রানে। এর আগে সাউথ আফ্রিকায় ৫৩ রানে এবং ৮০ রানে অল আউট হওয়ার ঘটনাও ঘটেছে।


promotional_ad

সাম্প্রতিক সময়ে ব্যাটারদের এমন পারফর‌ম্যান্সের পর ঢাকা টেস্টের পর জেমি সিডন্স জানিয়েছিলেন, দ্রুত উইকেট হারানোর সমস্যা কাটিয়ে উঠতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগে এমন কথা জানালেও ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলের চিত্রপট বদলাতে পারেননি বাংলাদেশের ব্যাটিং কোচ। 


সর্বশেষ অ্যান্টিগা টেস্টেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা হেঁটেছিল একই পথে। মাহমুদুল হাসান জয়, ‍মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালদের ব্যর্থতায় মাত্র ৪৬ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন পারফরম্যান্সের যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণে সেন্ট লুসিয়ার প্রথম দুই ঘণ্টা নিয়ে বাড়তি সচেতন সাকিব।


ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখেন, এতদিন আগের ম্যাচ ছিল যে আসলে ঐখানে থেকে কিছু নেয়ার আছে বলে মনে হয় না। আমরা গতকাল ভালো একটা অনুশীলন সেশন পার করেছি, আজকে লক্ষ্য থাকবে যে ভালো একটা অনুশীলন সেশন করে কালকে ভালোভাবে ম্যাচটা শুরু করতে।’


‘এবং আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টায় আমরা ব্যাটিং করি আর বোলিং করি । তারপরে থেকে আসলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আসলে আমাদের খেলতে হবে। কিন্তু প্রথম দুইটা ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball