Connect with us

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফেরার স্বপ্ন বুনছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তা আর হলো না। আবারও ইনজুরিতে ছিটকে গেলেন তিনি। ২৪ জুন বিমানে উঠার কথা থাকলেও পিঠের চোটের কারণে তা আর হচ্ছে না।

দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, বিসিবির মেডিক্যাল টিমের কাছেই আনফিট হিসেবে গণ্য হয়েছেন সাইফউদ্দিন।

কেননা একটানা বোলিং করতে পারছেন না বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। অবশ্য ব্যাটিংয়ে তেমন সমস্যা হচ্ছিল না সাইফউদ্দিনের। কিন্তু বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

লম্বা সময় ধরেই পিঠের ব্যাথার কারণে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। এর আট মাস পর আবারও ডাক পান জাতীয় দলে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরির কারণেই আর খেলা হচ্ছে না তার। ২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর এবারই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার সুযোগ ছিল তার সামনে।

শুধু সাইফউদ্দিন নন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বিও। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে পীঠের নিচের দিকের মাংসপেশিতে টান পড়ে ইয়াসিরের। ব্যাটিং থেকে উঠে যান তিনি।

এরপর আর নামতে পারেননি ম্যাচে। পরে এমআরআই স্ক্যান করে দেখা যায় আপাতত আর খেলার অবস্থায় নেই এই ডানহাতি ব্যাটসম্যান। ইনজুরি থেকে সেরে না ওঠার কারণে দ্বিতীয় টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

সর্বশেষ

২৭ জুন, সোমবার, ২০২২

অবসরে যাচ্ছেন মরগান, নেতৃত্ব পাচ্ছেন বাটলার!

২৭ জুন, সোমবার, ২০২২

শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিমান ধরছেন আগারওয়াল

২৭ জুন, সোমবার, ২০২২

মেয়ার্সকে পরিকল্পনা করে আউট করতে পারায় উচ্ছ্বসিত খালেদ

২৭ জুন, সোমবার, ২০২২

টেক্টর ঝড়কে ম্লান করে ভারতকে জেতালেন হুদা-ইশানরা

২৭ জুন, সোমবার, ২০২২

রুট-পোপের ব্যাটে কিউইদের হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড

২৭ জুন, সোমবার, ২০২২

সারাজীবন তো হেরেই এসেছি, এবারের পারফরম্যান্স ভালো: পাপন

২৬ জুন, রবিবার, ২০২২

পিজেএল আয়োজনে নতুন চ্যালেঞ্জের সামনে পিসিবি

২৬ জুন, রবিবার, ২০২২

রমিজ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করছেন, দাবি তানভীরের

২৭ জুন, সোমবার, ২০২২

হতাশার ব্যাটিংয়ে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

২৬ জুন, রবিবার, ২০২২

চোট কাটিয়ে গল টেস্টে ফিরছেন স্মিথ

আর্কাইভ

বিজ্ঞাপন