Connect with us

বাংলাদেশ ক্রিকেট

টপ অর্ডার ব্যাটাররা যেকোনো জায়গায় খেলতে পারে: ইমরুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ওপেনিংয়ে খেলেছেন ইমরুল কায়েস। যদিও জাতীয় দলে ওপেনিংয়ে জায়গা পাওয়া এখন অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলে জাতীয় দলের হয়ে তাই যেকোনো জায়গায় ব্যাট করতে চান বাঁহাতি এই ব্যাটার।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেনিং করছেন লিটন দাস ও তামিম ইকবাল। আর টেস্টে তামিমের সঙ্গে কখনও মাহমুদুল হাসান জয়, কখনও সাইফ হাসান কিংবা সাদমান ইসলাম ব্যাট করেন। টি-টোয়েন্টিতে লিটন নিয়মিত ওপেনিং করলেও তার সঙ্গে জুটি জমাতে পারছেন না কেউই। ইমরুলের বিশ্বাস এক থেকে ছয় নম্বর যেকোনো পজিশনেই তিনি ভালো করতে পারবেন।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে ইমরুল বলেন, 'টপ অর্ডার ব্যাটাররা আমার মনে হয় যেকোনো জায়গায় খেলতে পারে। এক থেকে ছয় পর্যন্ত ব্যাট করার অ্যাবিলিটি থাকে। আমিও এর আগে করেছি। আমার ওপেনিং বা মিডল অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। যেখানেই সুযোগ পাই আমি ভালো করার চেষ্টা করবো।'

ইমরুল অবশ্য আলাদা করে কোনো ফরম্যাটকে নিজের লক্ষ্য বানাচ্ছেন না। ক্রিকেটের তিন ফরম্যাটে খেলাই তিনি উপভোগ করেন। তবে ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই ফিরলে ওয়ানডেতেই ফিরতে চান তিনি। 



এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'এইটা আলাদা করে বলাটা কঠিন। আমি তিনটি ফরম্যাটই উপভোগ করি। যদিও আমি ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার রেকর্ড বলেন সবকিছু বলেন এই ফরম্যাটে ভালো। আমি সবসময় বলবো ওডিআইতে আমার ইচ্ছে (ফেরার)।'

ইমরুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে। ওয়ানডে খেলেছেন এরও এক বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন