Connect with us

আইপিএল

মুম্বাইকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কারণ এর আগেই আসর থেকে ছিটকে গিয়েছিল রোহিত শর্মার দল। তবে এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য।

পরের পর্বে যেতে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে মুম্বাই খেলেছে চাপমুক্ত হয়ে। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়ে পেয়েছে রোহিত শর্মার দল। আর তাতেই কপাল খুলেছে বেঙ্গালুরুর।

গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে শেষ করেছে বেঙ্গালুরু। অন্যদিকে দিল্লি ১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দিল্লি। তবে শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জিততে পারলে সমান ১৬ পয়েন্ট হতো দিল্লিরও।

তখন নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে পরের পর্বে চলে যেতো দিল্লি, আর আসর থেকে বিদায় নিতে হতো ফাফ ডু প্লেসির দলকে। তবে মুম্বাইয়ের জয়ে রক্ষা পেয়েছে বেঙ্গালুরু। তাইতো রোহিতদের ধন্যবাদ দিতে ভুলেননি বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'এটা অবিশ্বাস্য ছিল। দলের সবাই অবিশ্বাস্যরকমের আবেগী ছিল। মুম্বাইকে ধন্যবাদ, আমরা এটা মনে রাখবো।'

দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যকার এই ম্যাচ হোটেলে বসে দেখেছে বেঙ্গালুরু শিবির। স্কোয়াডের সবাই একসঙ্গে মিলে এই ম্যাচ দেখেছেন বলে জানিয়েছেন ডু প্লেসি। বেঙ্গালুরুর অধিনায়ক নিজেও ম্যাচটি বেশ উপভোগ করেছেন।

ডু প্লেসি বলেন, 'এটা দারুণ ছিল, আমি মনে করি প্রথমত এটা দেখে সত্যিই  ভালো লেগেছে যে, ম্যাচের শুরু থেকেই সবাই এখানে ছিল এবং আমরা একসঙ্গে (মুম্বাই বনাম দিল্লির ম্যাচ) দেখেছি।'

সর্বশেষ

১ জুলাই, শুক্রবার, ২০২২

গিলকে উইকেটের মূল্য বোঝার পরামর্শ দিলেন শাস্ত্রী

১ জুলাই, শুক্রবার, ২০২২

নাঈমের ৫ উইকেট, সৌম্যর সেঞ্চুরি মিসের আক্ষেপ

১ জুলাই, শুক্রবার, ২০২২

সুইপে সর্বনাশ, তবু সুইপেই ঔষধ খুঁজছেন সিলভারউড

১ জুলাই, শুক্রবার, ২০২২

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই স্টোকস-বেয়ারস্টো

১ জুলাই, শুক্রবার, ২০২২

হেরাথ-কপিলদের ছাড়িয়ে সেরা দশে লায়ন

১ জুলাই, শুক্রবার, ২০২২

বুমরাহকে অধিনায়কত্ব দেয়া ঠিক হয়নি, দাবি ওয়াসিম জাফরের

১ জুলাই, শুক্রবার, ২০২২

ওয়ারউইকশায়ারে খেলবেন ক্রুনাল পান্ডিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

এজবাস্টনে ৩০ পেরোলেই সেঞ্চুরি হাঁকাবে কোহলি: ভন

১ জুলাই, শুক্রবার, ২০২২

স্পিনে নাকাল শ্রীলঙ্কা, ৪ বলে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

পিসিবির নতুন চুক্তিতে বাড়তি ভাতা পাবেন বাবর

আর্কাইভ

বিজ্ঞাপন