promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। মূলত পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।


মুশফিকের ছুটিও মঞ্জুর করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। 


promotional_ad

অভিজ্ঞ এই ব্যাটারের ছুটি প্রসঙ্গে সুজন বলেন, ‘হ্যাঁ, তাকে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না। কারণ সে তখন হজ পালন করবে।’


মুশফিকের ছুটিতে আরও খানিকটা ধাক্কা খেলো বাংলাদেশ। কারণ ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম এবং নাঈম হাসানকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তিন ফরম্যাট থেকেই ছুটি নেয়া মুশফিক। 


ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যেখানে সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু হবে এবারের সিরিজ। সূচি চূড়ান্ত না হলেও ১৬ ও ২৪ জুন অনুষ্ঠিত হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 


এরপর ২, ৩ ও ৭ জুলাই হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫০ ওভারের ক্রিকেট দিয়ে শেষ হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। ম্যাচ তিনটি মাঠে গড়াতে পারে ১০, ১৩ ও ১৬ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball