promotional_ad

আগে থেকেই প্রস্তুত ছিলেন নাঈম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে একাই ৬ উইকেট শিকার করেছেন নাঈম হাসান। দ্বিতীয় দিন শেষে দলের সেরা পারফর্মারও এই অফ স্পিনার। অথচ এই টেস্টে খেলারই কথা ছিল না তার। মেহেদি হাসান মিরাজের চোটের কারণে কপাল খুলে তার। আর সুযোগ পেয়েই নিজেকে আরও একবার প্রমাণ করেছেনে নাঈম।


প্রথম দিনে শ্রীলঙ্কার চার টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিল বাংলাদেশের বোলাররা। সেখানে নাঈম শিকার করেছিলেন দুই উইকেট। দলের বাকি দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছিলেন।


promotional_ad

দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছিল স্পিনাররা। বিশেষ করে নাঈম এদিনও দুর্দান্ত বোলিং করেছেন। আগের দিনের দুই উইকেটের পর দ্বিতীয় দিনে নিজের ঝুলিতে ভরেছেন আরও চার উইকেট। সবমিলিয়ে ১০৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।


নাঈম বলেন, 'মিরাজ ভাই চোটে পড়ায় খারাপ লেগেছে। তার জায়গায় খেলার সুযোগ পেয়ে আমি শতভাগ দেয়ার চেষ্টা করেছি। যাতে বলতে পারি, শতভাগ প্রস্তুত ছিলাম।’


সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে ইনিংসে ছয় উইকেটে শিকার করাটা সহজ কাজ নয়। দ্বিতীয় দিন শেষে নাঈম অবশ্য তার সাফল্য পাওয়ার রহস্যের কথা জানিয়েছেন। এই অফস্পিনার বাড়তি কিছু চেষ্টা করেননি। নিজের শক্তিমত্তা অনুযায়ী লাইন-লেন্থ বজায় রেখে একটু জোরের ওপর বোলিং করেছেন।


তিনি বলেন, 'এই উইকেটে চিন্তা ছিল ভালো জায়গায় বোলিং করা। (বলে) বেশি ফ্লাইট (বাতাসে ঝুলিয়ে দেওয়া) দিলেও তো সমস্যা। আমি চেষ্টা করেছি ফ্লাইট দেয়ার। গতকাল একটু ফ্লাইট দিয়েছিলাম। আজকে লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের ওপর বোলিং করা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball