promotional_ad

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অধিনায়কত্ব পাওয়ার পর খেলার ধরনে পরিবর্তন এনেছেন হার্দিক পান্ডিয়া। এক সময় ফিনিশারের ভূমিকায় থাকলেও এখন ব্যাটিং করেন টপ অর্ডারে। দেখে-শুনে বড় ইনিংস খেলার চেষ্টা করেন। খেলার ধরনের সঙ্গে  পরিবর্তন এসেছে তার মানসিকতায়ও। গুজরাট টাইটান্সের নেতৃত্ব পাওয়ার পর হার্দিক আরও বেশি বিনয়ী হয়ে ওঠেছেন এমনটাই মনে করেন মোহাম্মদ শামি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর পূর্বে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই সুযোগে তাকে দলে ভেড়ায় আসরের নতুন দল গুজরাট। দলের অধিনায়কত্বও পেয়েছেন হার্দিক। তার নেতৃত্বে ইতোমধ্যেই কোয়ালিফাই করেছে গুজরাট।


promotional_ad

অধিনায়ক হিসেবে হার্দিকের মাঠের পারফরম্যান্সও ভালো। টপ অর্ডারে ব্যাট হাতে ধারাবাহিক হার্দিক। দলের প্রয়োজনে পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করেছেন তিনি। পাশাপাশি বল হাতে অবদান রাখছেন এই পেস বোলিং অলরাউন্ডার।


শামি বলেন, 'অধিনায়ক হওয়ার পর সে আরও বিনয়ী হয়ে ওঠেছে, মেজাজ ধরে রেখে প্রতিক্রিয়া দেখাচ্ছে। মাঠে আবেগ ধরে রাখতে তাকে পরামর্শ দিয়েছি কারণ এই খেলা পুরো ক্রিকেট বিশ্ব দেখে। একজন নেতা হিসেবে যুক্তি দিয়ে বিবেচনা করা এবং পরিস্থিতি বুঝাটা গুরুত্বপূর্ণ, হার্দিক এখানে ভালো করছে।'


প্রত্যেক মানুষেরই যেমন আলাদা আলাদা মানরিকতা থাকে, ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও একেক জন একেক রকম মেজাজের হয়ে থাকেন। সেক্ষেত্রে কেউ আক্রমণাত্মক হোক কিংবা রক্ষণাত্মক, সবারই নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে। যা তারা মাঠের ক্রিকেটে বাস্তবায়ন করতে চান।


শামি বলেন, 'প্রত্যেক অধিনায়কেরই ভিন্ন ভিন্ন মেজাজ থাকে। মাহি ভাই (ধোনি) ঠান্ডা মাথার ছিলেন, বিরাট আক্রমণাত্মক ছিল, রোহিত ম্যাচের পরিস্থিতি বুঝে খেলে, তো হার্দিকের মেজাজ বুঝাও কোনো রকেট সাইন্স না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball