কাউন্টি চ্যাম্পিয়নশিপ

১৭ ছক্কা আর ৮ চারে স্টোকসের ১৬১

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 শনিবার, 07 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন বেন স্টোকস। ডারহামের হয়ে অবশ্য প্রথম দিন ব্যাটিংয়েরই সুযোগ পাননি তিনি। দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমেই রীতিমতো ঝড় তুলছেন তিনি।

৮৮ বলে ১৭টি ছক্কা ও ৮টি চারে ১৬১ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের নতুন এই টেস্ট অধিনায়ক। স্টোকসের ঝড়ো সেঞ্চুরির সঙ্গে ডেভিড বেডিংহামের ১৩৫ ও সিন ডিকসনের ১০৪ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৮০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করেছে ডারহাম।

স্টোকস নিজের ইনিংসের এক পর্যায়ে ওরচেস্টারশায়ারের বোলার জস বাকেরের ওপর চড়াও হয়েছিলেন। বাঁহাতি এই স্পিনারের এক ওভারেই স্টোকস নিয়েছেন ৩৪ রান। যার মধ্যে ছিল টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা।

এর আগে ২০১১ সালেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে পাঁচ ছক্কার কীর্তি গড়েছিলেন তিনি। ব্যাট হাতে শুরু থেকেই সাবলীল স্টোকস তিন অঙ্ক ছুঁয়েছেন মাত্র ৬৪ বলে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আর কেউ এক ইনিংসে ১৭টি ছক্কা মারতে পারেননি।

এর আগে সর্বোচ্চ ১৬টি ছক্কার রেকর্ড ছিল অ্যান্ড্রু সাইমন্ডসের। ১৯৯৫ সালে অজি এই অলরাউন্ডার গ্লামরগানের হয়ে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ১৬ ছক্কা মেরেছিলেন।

এ ছাড়া ২০১১ সালে গ্রাহাম নেপিয়ার এসেক্সের হয়ে সারের বিপক্ষে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন এক ইনিংসে। এক ইনিংসে ১৭ ছক্কা হাঁকিয়ে ২০০ এর কম রানের ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের করে নিয়েছেন স্টোকস।