টি-টেন

টি-টেন লিগে ফিক্সিং, তদন্তে নেমেছে আইসিসি!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 রবিবার, 08 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আবুধাবি টি-টেন লিগের তদন্ত শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতির মোট ৬টি মামলার তদন্ত শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইংল্যান্ডের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এমনটাই।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির দুর্নীতি দমন বিভাগ এই টুর্নামেন্টটি চলার সময় অনেকগুলো দুর্নীতির অভিযোগ পেয়েছিল। এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগও পায় তারা।

পুরো টুর্নামেন্ট চলার সময় ১৮ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল বলে আইসিসির একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে। সেই সূত্র আরও জানায়, এই লিগটি বেটিং কোম্পানিগুলির দ্বারাই স্পনসর করা হয়েছিল।

এছাড়া এই লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকেরাই দলের বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনগুলি ঠিক করে দিয়েছিলেন বলে সূত্রটি জানিয়েছে। শেষদিকের কার্যকলাপে আরও বিস্ময় জাগে আইসিসির দুর্নীতি দমন বিভাগের।

কেননা এই লিগে খেলতে আসা তারকা ও স্বনামধন্য ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেয়া হয়। তদন্ত করতে গিয়ে খেলোয়াড় এবং দলের মালিকদের মধ্যে কিছু সন্দেহজনক কার্যকলাপের আরও কয়েকটি অভিযোগ পায় আইসিসি।

২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। এই লিগে মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালসহ এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ হয়। শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় ডেকান গ্ল্যাডিয়েটরস।

আবুধাবি টি-টেন লিগের শেষ হওয়া এই আসরে খেলেছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভো, কাইরন পোলার্ড, মঈন আলি, নিকোলাস পুরান, সিকান্দার রাজা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা ক্রিকেটাররা।