কাউন্টি চ্যাম্পিয়নশিপ

কাঁধের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে নাসিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:28 বুধবার, 20 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলা এই পেসার কাঁধের চোটে পড়েছেন।

গ্লুচেস্টারশায়ারের হয়ে ন্যাটিংহ্যামশায়ারের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ১১ ওভার বোলিং করেছিলেন নাসিম। এরপর তাকে আর বোলিংয়ে দেখা যায়নি।

তার দল গ্লুচেস্টারশায়ার জানিয়েছে কাঁধের চোটের কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের এই পেস তারকা।

যদিও টি-টোয়েন্টি ব্লাস্টের শুরু থেকেই তাকে পেতে আশাবাদী দলটি। আগামী ২৬ মে নিজেদের প্রথম ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে গ্লুচেস্টারশায়ারের।

ইনজুরিতে থাকলেও পাকিস্তানে ফিরছেন না নাসিম। তিনি ব্রিস্টলে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। আপাতত তার সঙ্গে টি-টোয়েন্টি ব্লাস্টের অর্ধেক পর্যন্ত চুক্তি করেছে গ্লুচেস্টারশায়ার।

মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে থাকার সম্ভাবনা থাকায় তাকে পুরো টুর্নামেন্টের জন্য তাকে চুক্তিবদ্ধ করেনি গ্লুচেস্টারশায়ার।

নাসিম ছাড়াও দলটিতে বিদেশি রিক্রুট হিসেবে আছেন মার্কাস হ্যারিস ও জাফর গোহর। নাসিমের অনুপস্থিতিতে এই দুজনকেই বিকল্প হিসেবে খেলাবে গ্লুচেস্টারশায়ার।