আইপিএল

আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করতে নারাজ খাওয়াজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:44 বুধবার, 02 মার্চ, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে বিশ্বের অন্য কোনো লিগের তুলনা করতে নারাজ উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার এই ব্যাটার মনে করেন, মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিবেচনায় আইপিএলের সঙ্গে তুলনা হবে না পাকিস্তান সুপার লিগেরও (পিএসএল)।

কদিন আগেই শেষ হলো পিএসএলের সপ্তম আসর। শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে পিএসএলের এবারের আসরের। অন্যান্য আসরের তুলনায় বেশ সফলও হয়েছে পিএসএল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজার দিক নির্দেশনায় পিএসএলে আর্থিক লাভও হয়েছে অনেক। তবুও পিএসএলকে আইপিএলের সঙ্গে তুলনা করতে নারাজ খাওয়াজা। পুর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানের আছে অস্ট্রেলিয়া।

সেখানেই এক প্রশ্নের জবাবে খাওয়াজা বলেন, 'অবশ্যই আইপিএল বিশ্বের সেরা লিগ। আইপিএলের সঙ্গে পিএসএলের কোনো তুলনাও হয় না। দিন শেষে, বিশ্বের সব সেরা ক্রিকেটারই সেখানে যায়। আর এটাই একমাত্র লিগ যেখানে শুধুমাত্র ভারতীয়দের দেখা যায়। তাই আমি বলব, আইপিএলই সবচেয়ে সেরা লিগ।'

২০১৬ সালের আইপিএল আসরে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন খাওয়াজা। সেই আসরের পর অবশ্য আইপিএলে আর দেখা যায়নি বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটারকে। ব্যাট হাতে সেই আসর অবশ্য ভালো যায়নি তার।

ছয়টি ম্যাচ খেলে ২১.১৭ গড়ে করেছিলেন মোটে ১২৭ রান। স্ট্রাইক রেট অবশ্য ১২৭ ছিল তার। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারকে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন।