Connect with us

নারী ওয়ানডে বিশ্বকাপ

গোটা বিশ্বকে নিজেদের উন্নতি দেখাতে চান জ্যোতি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে টাইগ্রেসদের সামনে। তাই ফলাফল যাই হোক, নিজেদের সেরাটা দিয়ে লড়াই করাই মূল উদ্দেশ্য নিগার সুলতানা জ্যোতির।

গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ নারী দল। কয়েক বছরের ব্যবধানে দলে উন্নতির ছাপ স্পষ্ট। এমনকি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপাও আসে নারী দলের হাত ধরেই। ২০১৮ নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে এশিয়ার রাজত্ব পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। 

এরপর থেকে ওয়ানডেতে ধারাবাহিক বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে পা রাখার আগে জিম্বাবুয়ে সফর করেছে জাহানারা আলম-সালমা খাতুনরা। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে রোডেশিয়ান মেয়েদের হোয়াইওয়াশ করেছে টাইগ্রেসরা।

জ্যোতি বলেন, 'গোটা বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।'

নিজেদের প্রথম বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ নারী দলের সামনে। এর আগে কখনই নিউজিল্যান্ড সফর করেনি তারা। তাই অচেনা কন্ডিশনে কিছুটা হলেও বেগ পেতে হবে জ্যোতির দলকে। তাছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশের মেয়েদের।

জ্যোতি বলেন, 'আমরা একটু একটু করে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। জানি না ফলাফল কী হবে। তবে আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে চাই।'

সর্বশেষ

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

বাংলাদেশকে দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

ল্যাবুশেনের ১৫৪, খাওয়াজা-স্মিথের হাফ সেঞ্চুরি

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

পাঁচ ছক্কার পর যুবরাজের কথা মাথায় ঘুরছিল রুতুরাজের

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

বৃষ্টি বিঘ্নিত সিরিজে ভারতের হার

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

ছোটবেলা থেকেই ডি ভিলিয়ার্সকে অনুকরণ করেন বাবর

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

টেস্ট সিরিজ শুরুর আগে অসুস্থ ইংল্যান্ডের অর্ধেক ক্রিকেটার

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

৩০ বছর হওয়ার আগে কারও সঙ্গে তুলনা চাই না: পান্ত

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

জাতীয় দলের চুক্তি ছাড়তে প্রস্তুত ৪৯ শতাংশ ক্রিকেটার!

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে লিভিংস্টোনের

৩০ নভেম্বর, বুধবার, ২০২২

কক্সবাজারে ভারতের রান পাহাড়, পাত্তাই পেলো না খালেদরা

আর্কাইভ

বিজ্ঞাপন