promotional_ad

প্রোটিয়াদের কাছে বিশ্বকাপের সব ম্যাচই ফাইনাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাসের শুরুর দিকে নিউজিল্যন্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ। নারীদের বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে শুরু থেকেই ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকার নারীরা। সুনে লুউস জানিয়েছেন, প্রত্যেকটি ম্যাচই তাদের কাছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।


বিশ্বকাপের মতো বড় মঞ্চে পা রাখার আগে দারুণ ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা নারী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলে প্রোটিয়া মেয়েরা। সেই আত্মবিশ্বাস থেকেই বিশ্বকাপে ভালো খেলার অনুপ্রেরণা খুঁজছেন লুউস।


promotional_ad

এই প্রোটিয়া অলরাউন্ডার বলেন, 'প্রত্যেকটি ম্যাচই ফাইনালের মতো করে খেলব। নিজেদের লক্ষ্যের ওপর স্থির থাকাটা আমাদের জন্য অপরিহার্য। গত সিরিজ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি এবং তার ফলাফলও পেয়েছি।'


কোভিড মহামারীর মধ্যে বিশ্বকাপ আয়োজন করাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং। এমন সময়ে বিশ্বকাপের মতো মেগা আসরে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত লুউস।


তিনি বলেন, 'দীর্ঘ প্রতিক্ষার পর শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ২০১৭ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সেমি ফাইনালে হেরে আমরা বাদ পড়েছিলাম। এর পর থেকে গত পাঁচ বছর ধরে আমরা দল হিসেবে প্রস্তুতি নিয়েছি।'


আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে পর্দা উঠছে নারী বিশ্বকাপের। আর ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নারীদের এই মেগা আসর। এবারই প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball