promotional_ad

বাংলাদেশ নারী দলের তিন সদস্য করোনা আক্রান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ‍দুপুর ১২ টায় নিউজিল্যান্ডের বিমান ধরবে নিগার সুলতানার দল। নিউজিল্যান্ডের বিমান ধরার আগে বাংলাদেশ নারী দলে হানা দিয়েছে করোনা। 


একজন ক্রিকেটারের সঙ্গে করোনার আক্রান্ত হয়েছেন একজন ট্রেনার এবং একজন অফিসিয়াল। চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল।


যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তারা তিনজন। আট দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ আসলে তারা তিনজন নিউজিল্যান্ডের বিমান ধরবেন।


promotional_ad

এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।’


নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে আট দল প্রাথমিক পর্বে নিজেদের বিপক্ষে একবার করে লড়বে। তারপর শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের লড়াই শুরু হবে আগামী ৫ মার্চ।


ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল। আট দলের এই বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বাছাইপর্ব থেকে খেলছে।


বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা এবং সুরাইয়া আজমিন।


রিজার্ভ ক্রিকেটার: সানজিদা আক্তার মেঘলা এবং নুজহাত তাসনিয়া


নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি:


তারিখ ম্যাচ ভেন্যু
৫ মার্চ ২০২২ বাংলাদেশ - দক্ষিণ আফ্রিকা ডানেডিন
৭ মার্চ ২০২২ বাংলাদেশ - নিউজিল্যান্ড ডানেডিন
১৪ মার্চ ২০২২ বাংলাদেশ - পাকিস্তান হ্যামিল্টন
১৮ মার্চ ২০২২ বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ তাওরাঙ্গা
২২ মার্চ ২০২২ বাংলাদেশ - ভারত হ্যামিল্টন
২৫ মার্চ ২০২২ বাংলাদেশ - অস্ট্রেলিয়া ওয়েলিংটন
২৭ মার্চ ২০২২ বাংলাদেশ - ইংল্যান্ড ওয়েলিংটন

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball