বিপিএল
ফেরার ম্যাচে খুলনার নায়ক ফ্লেচার

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে গত ম্যাচে ব্যাটিং করার সময় বলের আঘাতে মাঠ ছেড়েছিলেন আন্দ্রে ফ্লেচার। আঘাত গুরুত্বর হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছিল খুলনা টাইগার্সের এই ওপেনারকে। তবে চোট কাটিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরেছেন তিনি। আর ফিরেই খুলনার জয়ের নায়ক ফ্লেচার। চট্রগ্রামের বিপক্ষে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেছেন এই ক্যারিবিয়ান।
ঢাকা পর্ব শেষে দুই দিনের বিরতির পর মাঠে গড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৮ জানুয়ারী) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৪৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম।
জবাবে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। কিন্তু আরেক ওপেনার ফ্লেচার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তুলে নিয়েছেন টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি। তার ৪৭ বলে ৫৮ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে খুলনা।

ম্যাচ শেষে ফ্লেচার বলেন, 'এখনও সামান্য ব্যথা আছে কিন্তু আমি ফিরতে পেরে খুশি। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। উইকেট কিছুটা স্লো। যতটুকু সম্ভব মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। সামনে খুব বেশি বড় লক্ষ্য ছিল না এবং আমি জানতাম যে, রান রেটের সঙ্গে মানিয়ে নিতে পারব।'


এর আগে গত ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন ফ্লেচার। রেজাউর রহমান রাজার করা ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে পুল করতে চেয়েছিলেন ফ্লেচার। বলটিতে তিনি ঠিকমতো টাইমিং করতে পারেননি। ফলে সরাসরি তার ঘাড়ে গিয়ে লাগে।
এরপর আর মাঠে ফিরতে পারেননি খুলনার এই ওপেনার। তাকে স্ট্রেচারে করে প্রথম ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ফিজিওর পরামর্শে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।