Connect with us

ইংল্যান্ড

আমি সবাইকে হতাশ করেছি: আর্চার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চোট নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন জোফরা আর্চার। একই কারণে গত বছরের প্রায় পুরো সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সদ্য সমাপ্ত অ্যাশেজে ঘরে বসে দলের ভরাডুবি দেখেছেন এই ইংলিশ পেসার। তার ধারণা, তিনি দলে থাকলে আরও ভালো পারফর্ম করতো ইংল্যান্ড এবং তার অনুপস্থিতিতে হতাশ হয়েছে দল।

গত বছর চোট কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে ফিরেছিলেন আর্চার। কিন্তু খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। আবারও পুরোনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় মাঠের বাইরে চলে যান তিনি। ডান হাতের কনুইয়ের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরেও দর্শক হয়ে থাকতে হয়েছে এই ইংলিশ পেসারকে।

আইসিসির সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টের পর অ্যাশেজেও আর্চারের সার্ভিস পায়নি ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে ৪-০ ব্যাবধানে হেরেছে ইংলিশরা। অজিদের ঘরের মাঠের এই সিরিজে আর্চারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগিয়েছে ইংল্যান্ডকে।

আর্চার বলেন, 'অ্যাশেজ দেখে আমার মনে হয়েছিল যে, আমি সবাইকে কিছুটা হতাশ করেছি। যখন আপনি দেখবেন যে ফাস্ট বোলাররা ৯০ শতাংশ উইকেট নিচ্ছে কিন্তু আপনি ইনজুরির কারণে খেলতে পারছেন না, এটা হতাশাজনক।'

বারবার ইনজুরিতে পড়ায় ক্যারিয়ার নিয়ে খানিকটা শঙ্কায় আর্চার। তবে ইংল্যান্ডের ডানহাতি এই পেসার মনে করেন, কিছুটা সময় লাগলেও চোট কাটিয়ে আবারও বাইশ গজে ফিরবেন। তবে ঠিক কবে নাগাদ তিনি ম্যাচ খেলতে পারবেন, তা এখনও বলা সম্ভব নয়।

আর্চার বলেন, 'এখন আমি সবকিছু করতে পারছি তবে সীমিত পরিসরে। কবে ম্যাচ খেলতে পারবো, সেটা বলতে পারছি না। যতটুকু সম্ভব সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিজেকে তৈরি করতে চেষ্টা করছি।'

 

সর্বশেষ

২২ মে, রবিবার, ২০২২

ঢাকা টেস্টে কতজন পেসার খেলবেন, ধোয়াশা রাখলেন মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

২২ মে, রবিবার, ২০২২

সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্বে সালমান বাট

২২ মে, রবিবার, ২০২২

মোসাদ্দেক খেললে ওর ভূমিকা ভিন্ন হবে: মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

তবুও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

২২ মে, রবিবার, ২০২২

এখনই নিজের শেষ দেখছেন না রোহিত

২১ মে, শনিবার, ২০২২

কাউন্টিতে স্বপ্ন সত্যি হয়েছে হাসানের

২১ মে, শনিবার, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

২১ মে, শনিবার, ২০২২

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

২১ মে, শনিবার, ২০২২

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

আর্কাইভ

বিজ্ঞাপন