promotional_ad

জয়ের চেয়ে খেলায় উন্নতি করতে বেশি মনযোগী ইংল্যান্ড: মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে নিজেদের যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখছেন ইয়ন মরগান। ইংল্যান্ড অধিনায়কের মতে, এই সিরিজে ম্যাচ জয়ের চেয়ে ইংলিশ ক্রিকেটারদের খেলায় উন্নতি করা বেশি গুরুত্বপূর্ণ।


এই সিরিজের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে জস বাটলার, জনি বেয়ারস্ট্রোর মতো নিয়মিত খেলোয়াড়রা নেই। এই তালিকায় আরও আছেন ডেভিড মালান, মার্ক উড এবং বেন স্টোকস।


promotional_ad

এসব অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে সুযোগ মিলেছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হতে পারে জর্জ গারটন, ডেভিড পেইন এবং হেরি ব্রুকের।


মরগান অবশ্য এই সিরিজে জয়ের থেকে নিজেদের খেলার উন্নতির দিকে বেশি মনযোগী। তিনি বলেন, 'আমি মনে করি, এই সফরে সিরিজ জেতার চেয়ে নিজেদের খেলায় উন্নতি করা বেশি গুরুত্বপূর্ণ।'


এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তাদের ব্যাটিং ইউনিটে নিজেদের সহজাত ব্যাটিং করতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বিশ্বকাপের এমন মলিন পারফরম্যান্স ভুলে যেতে চান কাইরন পোলার্ড।


খারাপ সময় পেছনে ফেলে দলকে এগিয়ে নিতে চান পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, 'আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতীতের কিছু মনে রাখতে চাই না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball