promotional_ad

রনির হাফ সেঞ্চুরি ও থিসারা-ফ্লেচারের ক্যামিওতে জিতল খুলনা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একই উইকেট কিন্তু দৃশপট ভিন্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে রান যেখানে ১৩০ই স্পর্শ করল না সেখানে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকা পেল ১৮০'র ওপর পুঁজি। সেই বড় রান সহজেই তাড়া করে প্রথম জয় তুলে নিল খুলনা টাইগার্স। রনি তালুকদারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুশফিকুর রহিমের দল।


বড় রান তাড়ায় শুরুতেই তানজিদ তামিমকে হারালেও ঢাকার ওপর পাল্টা আক্রমণ চালান আন্দ্রে ফ্লেচার। ডানহাতি এই ক্যারিবিয়ানকে দারুণ সঙ্গ দেন রনি তালুকদার। রুবেল হোসেনের এক ওভারে ৫ বাউন্ডারি হাঁকিয়ে ফ্লেচার তোলেন ২২ রান, ৪.৩ ওভারে খুলনাকে এনে দেন দলীয় ৫০ রান।


এরপরও থেমে যাননি ফ্লেচার। ১০ রান রেটে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে এই জুটি। তবে অষ্টম ওভারের শেষ বলে আন্দ্রে রাসেলকের বলে উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের তালুবন্দি হন ফ্লেচার। ২৩ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৪৫ রান।


promotional_ad

এরপর বোলিংয়ে এসে বাউন্সারে মুশফিকুর রহিমকে বিদায় করেন এবাদত হোসেন।। ৬ রানে অধিনায়ককে হারিয়েও একাই লড়তে থাকেন রনি। দলীয় ১০০ পার করে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনিও। তবে এবাদতকেই স্কুপ মারতে গিয়ে বোল্ড হন এই ব্যাটসম্যান, ৪২ বলে করেন ৬১ রান।


সঙ্গী হারিয়ে ইয়াসির আলি চৌধুরীও চাপের মুখে উইকেট ছুঁড়ে দেন। তবে ৫ উইকেট হারালেও থিসারা পেরেরার ১৮ বলে ৩৬ রানের ইনিংসে জয়ের খুব কাছে চলে যায় খুলনা। রাসেলকে ছক্কা হাঁকিয়ে দলটির জয় নিশ্চিত করেন শেখ মাহেদি। এক ওভার হাতে রেখে ম্যাচ শেষ করে খুলনা।


এর আগে প্রথমে ব্যাট করে শাহজাদ ও তামিম ইকবালের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা। দুজন মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৯ রান। তানজিদ হাসান ওপেনার শাহজাদকে রান আউট করে এই জুটি ভাঙেন। সঙ্গী হারালেও তামিম রানের চাকা সচল রাখেন।


১১ বলে ৯ রানে নাঈম শেখ বিদায় নিলেও তামিম পৌঁছে যান হাফ সেঞ্চুরিতে। তবে এরপর ইনিংস লম্বা করতে পারেননি। পরের বলেই আউট হয়েছেন। তামিম ফিরলেও ঝড়ো ইনিংস খেলে ঢাকাকে ১৮৩ রানের পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ। আউট হন ২০ বলে ৩৯ রান করে। কামরুল ইসলাম রাব্বি নেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:


মিনিস্টার ঢাকা: ২০ ওভারে ১৮৩/৬ (তামিম ৫০, মাহমুদউল্লাহ ৩৯) (রাব্বি ৩/৪৫)


খুলনা টাইগার্স: ১৯ ওভারে ১৮৬/৫ (রনি ৬১, ফ্লেচার ৪৫, থিসারা ৩৬*) (এবাদত ২/২৭)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball