Connect with us

বিপিএল

ঢাকায় খেলার ইচ্ছে পূরণ মাহমুদউল্লাহর


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে ঢাকা। এই দলের হয়েই খেলবে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তাজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের ড্রাফটের পর এই দলটির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে কৌতূহল ছিল অনেকের।

যদিও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিনিস্টার ঢাকা তাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই বেছে নিয়েছে। ফলে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের নেতৃত্বেই খেলবে তামিম-মাশরাফিরা। দলটিতে তারা ছাড়াও আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো জাতীয় দলে খেলা তারকারা।

দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেয়া চাপের কিনা। মাহমুদউল্লাহ উত্তরে বলেছেন, 'না না, কোনো চাপ নেই। আমার কোনো চাপ নেই। আমি খুবই খুশি, এরকম দল পেয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে, অভিজ্ঞ ক্রিকেটার অনেক। পাশাপাশি, ম্যাচ উইনারও অনেক আছে। এটা গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে, দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'

বিপিএলের সাত আসরের প্রত্যেকটিতে খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন তার সুপ্ত বাসনা ছিল ঢাকার হয়ে খেলার। এবার সেই ইচ্ছে পূরণ হয়েছে তাতেই খুশি তিনি। 

মাহমুদউল্লাহ বলেন, 'এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সবচেয়ে বড় কথা হলো, বিপিএলে আমি সবসময়ই ঢাকায় খেলতে চেয়েছি। সেই সুযোগ পেয়েছি এবার। আরও বড় ব্যাপার হলো, তামিম, আমি, রুবেল, মাশরাফি ভাই, আমরা একসঙ্গে খেলছি। এই চারজন সম্ভবত প্রথমবার একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমাদের ভালো সময় কাটবে। মাঠেও আশা করি ভালো কিছু করব।'

বিপিএলের এবারের আসরে ঢাকা দল নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। এই তারকা সমৃদ্ধ দলের কাছ থেকে ভক্ত অনুরাগীদের প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, সেই কথা মাহমুদউল্লাহ নিজেও জানেন। তিনি মনে করেন তার সতীর্থরা এই চ্যালেঞ্জটি লুফে নেবেন।

তিনি বলেন, 'একটা ব্যাপার শুধু বলতে চাই, এই টুর্নামেন্টে অনেক কিছুই দেখানোর ব্যাপার আছে। আশা করি, আমার সতীর্থরাও ওই চ্যালেঞ্জটা নেবে এবং ভালো করবে। ফলাফল আল্লাহর হাতে, প্রক্রিয়া আমাদের হাতে। প্রক্রিয়া মেনে চললে আশা করি ফলও পক্ষে আসবে।'

সর্বশেষ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

'ম্যাচ মেইড ইন হ্যাভেন' ম্যাককালাম-স্টোকস জুটি

১৭ মে, মঙ্গলবার, ২০২২

বেশি রান তুলে ক্লান্ত শ্রীলঙ্কাকে চেপে ধরতে চায় বাংলাদেশ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

গুরুতর নয় তামিমের ক্র্যাম্প, জানালেন সিডন্স

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ইসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন হ্যারিসন

১৭ মে, মঙ্গলবার, ২০২২

কেপিএল খেলতে কোহলিকে চিঠি পাঠাবে লিগ কর্তৃপক্ষ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে নরকিয়া

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ইংল্যান্ড সফরে থাকছেন না রাহানে

১৭ মে, মঙ্গলবার, ২০২২

তামিম-মুশফিকদের ব্যাটে চট্টগ্রামে বাংলাদেশের রঙিন দিন

১৬ মে, সোমবার, ২০২২

আগে থেকেই প্রস্তুত ছিলেন নাঈম

আর্কাইভ

বিজ্ঞাপন