promotional_ad

১৪ বছর ধরে একসঙ্গে আছি, নতুন না: তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে একই সঙ্গে জুটি বেধেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। তিনজনই এবার খেলবেন মিনিস্টার ঢাকার হয়ে। সোমবার হয়ে গেছে দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠান।


সেখানে দল নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন দলটির ক্রিকেটাররা। ইনজুরির কারণে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তামিম। যদিও ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। বিপিএলে পুরোদমে খেলার জন্য প্রস্তুত তিনি।


promotional_ad

এই অনুষ্ঠানে তামিম বলেন, ‘সৌভাগ্যবশত বিপিএলের আগে আগে দুইটা ম্যাচ খেলতে পেরেছি। এখন খুব ভালো অবস্থায় আছি (ইনজুরির দিক থেকে)। ফিটনেসের দিক থেকেই ঠিকাছে। আশা করি বিপিএলে আমার শুরুটা ভালো হবে। ভালো করার ব্যাপারে আশাবাদী। ভালো করার জন্য যা যা করতে হয় আমি করার চেষ্টা করছি। যতটুকু আমার হাতে আছে, আমি সেরা চেষ্টাটাই করব।’


এক সময় জাতীয় দলে নিয়মিত চিত্র ছিল তামিম-মাহমুদউল্লাহ-মাশরাফিদের খুনসুটি। ১৪ বছর তারা একসঙ্গে খেলেছেন। যদিও মাশরাফি জাতীয় দল থেকে দূরে লম্বা সময় ধরে। তামিম নিয়মিত খেলতে পারছেন না ইনিজুরির কারণে। মাহমুদউল্লাহ টেস্ট ছেড়েছেন গত বছর। সব মিলিয়ে তাদের তিনজনকে এক সঙ্গে দেখা পাওয়াই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


এই বিপিএলে আবারও তাদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে। তামিমও জানিয়েছেন মাশরাফির সঙ্গে এত সময় কাটানো হয় না এখন। বাংলাদেশের তিন নক্ষত্রই এখন এক দলে। তাই দলে হিসেবে ভালো খেলা এখন সময়ের দাবি। এটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি।


তামিম বলেন, ‘১৪ বছর ধরে একসাথে আছি, নতুন কিছু না। মাশরাফি ভাইয়ের সাথে তো আগের মত একসাথে এত সময় কাটানো হয় না। যখনই সুযোগ পাই, আমি, রিয়াদ ভাই ও মাশরাফি ভাই কথাবার্তা বলতে পছন্দ করি। রিয়াদ ভাই উনার স্পিচে বলেছেন, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আশা করি চ্যালেঞ্জটা নিয়ে আমরা ভালো করব।’


চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে তামিম বলেন, ‘যখন কোনো দল তৈরি করে, ওদের লক্ষ্যই তো থাকে চ্যাম্পিয়ন হওয়ার। একইভাবে আমাদেরও এটাই ইচ্ছা। ফলাফল আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি। আমাদের না পারার কোনো কারণ নেই, ভালো খেললে অবশ্যই সুযোগ থাকবে। পারফরম্যান্স আপ টু মার্ক থাকলে জেতা যাবে না। আমাদের কাজ পারফর্ম করা, বাকিটা ভাগ্য ও ফর্মের ওপর।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball