promotional_ad

আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। আর এই দলের বড় তারকা সাকিব আল হাসান। বিপিএলে এর আগেও তাদের দুজনকে একই দলে দেখা গেছে। দুজনের কাজটা ভিন্ন হলেও রসায়নটা বরাবরই চোখে পড়ার মতো। সুজনও স্বীকার করলেন, সাকিবের সঙ্গে তার রসায়নটা বেশ ভালোই জমে!


এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশ কয়েক আসর খেলেছেন সাকিব। আর সেই দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সুজন। ঢাকার হয়ে চার বছর একই সঙ্গে কাজ করেছেন তারা। তাই তাদের বোঝা-পড়াটাও দারুণ।


সুজন বলেন, 'ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।'


promotional_ad

বরিশালের স্কোয়াড নিয়ে বেশ আত্মবিশ্বাসী সুজন। তবে তিনি মনে করেন, টুর্নামেন্টে প্রত্যেকটা দলই শক্তিশালী। তাই যে দল মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারবে, দিনশেষে তারাই সাফল্য পাবে। সুজনের বিশ্বাস এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট সামর্থ্য আছে বরিশালের।


তিনি বলেন, 'অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।'


সাকিব ছাড়াও বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকারা। পুরো দল নিয়ে সন্তুষ্ট সুজন। তার বিশ্বাস এবার ভারসাম্যপূর্ণ দল গড়েছে বরিশাল।


সুজন বলেন, 'আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে... আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball