দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

'স্টাম্প মাইক গেট' বিতর্কে মুখ খুলল সুপারস্পোর্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:53 শনিবার, 15 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলির স্টাম্প মাইক কাণ্ডে উত্তাল ক্রিকেটাঙ্গন। অনেকে এর নাম দিয়েছেন 'স্টাম্প মাইক গেট' বিতর্ক নামে। এই বিতর্কে এবার মুখ খুলেছে দক্ষিণ আফ্রিকার সম্প্রচারসত্ত্ব প্রতিষ্ঠান সুপারস্পোর্ট।

স্টাম্প মাইকের কাছে এসে ভারতীয় ক্রিকেটারদের করা প্রতিটি মন্তব্যকে আলাদাভাবে টুকে রাখছে তারা। যদিও সাম্প্রতিক এমন ঘটনার পরেও সেই ঘটনার দায় নিতে নারাজ সুপারস্পোর্ট।

এএফপি'কে তারা বলেছে, 'ভারতের ক্রিকেট দলের সদস্যরা যেসব মন্তব্য করেছে, সুপারস্পোর্ট সেই সব লিখে রাখল। হক-আই একটি স্বাধীন সার্ভিস প্রোভাইডার। তারা আইসিসির স্বীকৃতি প্রাপ্ত। ডিআরএসে তাদের কলা-কৌশল অনেক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। হক-আই টেকনোলজি'র ওপর সুপারস্পোর্টের কোনো হাত নেই।'

এই ঘটনার সূচনা হয় কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০.৪ ওভারের সময়। রবিচন্দ্রন অশ্বিনের বলে ডিন এলগারকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পয়ার মারিয়াস এরাসমাস। যদিও এলগার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল ঠিক জায়গায় পিচ করলেও, ট্র্যাকিংয়ের পর বল স্টাম্পের খানিক উপর দিয়ে চলে গেছে।

এই জিনিসটি বিশ্বাস হচ্ছিলো না আম্পায়ার এরাসমাসের। তিনি মাঠেই 'অসম্ভব' বলে মন্তব্য করে বসেন। এরপর কোহলিও স্টাম্প মাইকের খুব কাছে গিয়ে বলতে থাকেন, 'দারুণ ডিআরএস, খুব ভাল খেললে।'

ভারতীয় ওপেনার লোকেশ রাহুল মাঠেই নিজের ক্ষোভ ঝেড়েছেন। তাকে বলতে শোনা যায় 'গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।' কোহলি আরও বলেন, 'তোমাদের দল যখন বল পালিশ করে, তখন তাদের উপরেও ক্যামেরা তাক করো। শুধু বিপক্ষ খেলোয়াড়দের উপর নয়।'

স্টাম্প মাইকের কাছ দিয়ে যেতে যেতে কোহলি আরও বলেন, 'ব্রডকাস্টাররা এভাবেই অর্থ উপার্জন করে। ওয়েল ডান ডিআরএস।' এরপর সুপারস্পোর্টকে উদ্দেশ্য করে অশ্বিন বলেন, 'জেতার জন্য আরও ভালো উপায় বের করো!'