promotional_ad

'স্টাম্প মাইক' বিতর্কে কোহলির শাস্তি চান ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলির স্টাম্প মাইক কাণ্ডে উত্তাল ক্রিকেটাঙ্গন। অনেকে এর নাম দিয়েছেন 'স্টাম্প মাইক গেট' বিতর্ক নামে। এর সূচনা হয় কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০.৪ ওভারের সময়।


রবিচন্দ্রন অশ্বিনের বলে ডিন এলগারকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পয়ার মারিয়াস এরাসমাস। যদিও এলগার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল ঠিক জায়গায় পিচ করলেও, ট্র্যাকিংয়ের পর বল স্টাম্পের খানিক উপর দিয়ে চলে গেছে।


এই জিনিসটি বিশ্বাস হচ্ছিলো না আম্পায়ার এরাসমাসের। তিনি মাঠেই 'অসম্ভব' বলে মন্তব্য করে বসেন। এরপর কোহলিও স্টাম্প মাইকের খুব কাছে গিয়ে বলতে থাকেন, 'দারুণ ডিআরএস, খুব ভাল খেললে।'


promotional_ad

ভারতীয় ওপেনার লোকেশ রাহুল মাঠেই নিজের ক্ষোভ ঝেড়েছেন। তাকে বলতে শোনা যায় 'গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।' কোহলি আরও বলেন, 'তোমাদের দল যখন বল পালিশ করে, তখন তাদের উপরেও ক্যামেরা তাক করো। শুধু বিপক্ষ খেলোয়াড়দের উপর নয়।'


স্টাম্প মাইকের কাছ দিয়ে যেতে যেতে কোহলি আরও বলেন, 'ব্রডকাস্টাররা এভাবেই অর্থ উপার্জন করে। ওয়েল ডান ডিআরএস।' অবশ্য ভারতীয় ক্রিকেটারদের এমন কাণ্ড ভালোভাবে নেননি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।


তিনি ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী আলোচনায় কোহলির কড়া সমালোচনা করে বলেন, 'এটা ভারতীয়দের কাছ থেকে খুব লজ্জাজনক। সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে, অনেক সময় বিপক্ষে যাবে। তারা যেভাবে মনে করেছে এটা সেভাবে যায়নি।'


কোহলিদের শাস্তি চেয়ে ভন বলেন, 'বিরাট কোহলি খেলাটির একজন কিংবদন্তি। কিন্তু টেস্ট ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না। আইসিসির এই বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত। ভারতীয় দলের বিপক্ষে ব্যবস্থা নেয়া উচিত। আপনি স্টাম্প মাইকে কথা বলে পার পেতে পারেন না।'


আইসিসির হস্তক্ষেপ চেয়ে ভন বলেন, 'আইসিসির এই ব্যাপারে পদক্ষেপ নেয়া গুরুত্বপূর্ণ। আপনি যতই হতাশ হন না কেন এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আপনি অধিনায়ক হিসেবে যখন এমন আচরণ করবেন এবং আপনি যখন খেলাটির একজন নেতা, আইসিসির এই ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত। তার জরিমানা হওয়া উচিত, তাকে নিষেধাজ্ঞা দেয়া উচিত সম্ভব হলে। আপনি আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক হয়ে এমন আচরণ করতে পারেন না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball