অ্যাশেজ সিরিজ

হোবার্টে অনিশ্চিত বেয়ারস্টো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:33 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সিডনি টেস্টে ইনজুরিতে পড়ায় হোবার্টে জনি বেয়ারস্টোর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে অধিনায়ক জো রুট জানিয়েছিলেন, বেয়ারস্টোর জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ইংল্যান্ড। তবে পঞ্চম টেস্ট মাঠে গড়ানোর আগে আরও একবার ইনজুরিতে বেয়ারস্টো। 

বুড়ো আঙুলের চোটের কারণে হোবার্ট টেস্টে ডানহাতি এই ব্যাটারের খেলা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ইনজুরিতে পড়া বেন স্টোকসকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলানোর কথা ভাবছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার মিছিলে যোগ না দিয়ে সেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। ডানহাতি এই ব্যাটারদের ১১৩ রান ও স্টোকসের ৬৬ রানের সুবাদে অজিদের বিপক্ষে ২৯৪ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। 

এদিকে দ্বিতীয় ইনিংসেও ইংলিশদের প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন স্টোকস এবং বেয়ারস্টো। ৬০ রান করে স্টোকস ফিরলেও মাটি কামড়ে পড়েছিলেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ১০৫ বলে ৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন তিনি। তাতেই অবশ্য টেস্ট ড্র করার রসদ পেয়েছিল ইংল্যান্ড।

সিডনিতে ইনজুরি পড়া বেয়ারস্টোর হোবার্টে টেস্টে ফেরার আগে বৃহস্পতিবার নেটে ব্যাটিং শুরু করেন। যেখানে ব্যাটিং করতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন ডানহাতি এই ব্যাটার। এবার চোট পেয়েছেন হাতের বুড়ো আঙুলে। যে কারণে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে ইনজুরির কারণে পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেছেন জস বাটলার। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্যাম বিলিংসকে। বাটলারের বদলি হিসেবে হোবার্ট টেস্টে দেখা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটারকে।