promotional_ad

টেস্টেও ফ্রি হিট চান স্টেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটেও নো-বলে ফ্রি হিট চান ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসারের মতে, টেস্টে ফ্রি হিট থাকলে লেজের সারির ব্যাটাররা বোলারকে দাপটের সঙ্গে খেলতে পারবেন।


চলমান কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ২২৩ রান করেছে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। জসপ্রিত বুমরাহ- মোহাম্মদ শামিদের দাপটে দক্ষিণ আফ্রিকার লেজের সারির ব্যাটাররা একেবারেই সুবিধা করতে পারেননি।


promotional_ad

শেষদিকে বাউন্স এবং ইয়র্কারে প্রোটিয়া ব্যাটারদের পরাস্ত করেন বুমরাহ- শামিরা। স্টেইনের মতে, এসব বাউন্সার ও ইয়র্কার খেলা লেজের সারির ব্যাটারদের জন্য অনেক কঠিন।


যদি টেস্টে নো বল থাকে, তাহলে বোলাররা একই ওভারে ছয়টি বলের জায়গায় কখনো ৭,৮, এমনকি ৯ বলও করতে পারেন। নো বলগুলোর কারণে ওভার যদি আরেকটু লম্বা হয়, তাহলে স্বাভাবিকভাবেই শেষ দিকের বলগুলোর গতি বা ধরনে পরিবর্তন আসবে। ফ্রি-হিটে ব্যাটার আউটও হবেন না! সব মিলিয়ে তখন নিচের সারির ব্যাটাররা আরও দাপটের সঙ্গে খেলতে পারবেন বলে বিশ্বাস স্টেইনের।


টুইটারে তিনি লিখেন, 'টেস্ট ক্রিকেটে নো বলে ফ্রি হিট...কী মনে হয়? এটা বোলারদের অবশ্যই সাহায্য করবে (ব্যাটিংয়ের সময়) ৭, ৮ বা ৯ বলের ওভার খেলতে যা আমরা আগেও দেখেছি। লেজের সারির ব্যাটারদের জন্য ৬ বল খেলা কঠিন বা ভালো মানের ফাস্ট বোলারদের দাপট দেখানো কঠিন।'


চলমান টেস্টে দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন বুমরাহ। একাই পাঁচ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও শামি। একটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball