promotional_ad

এনামুল-জাকিরকে দলে নিল চট্টগ্রাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে তারকা সমৃদ্ধ দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফট শেষ হয়ে গেলেও কোটা খালি থাকায় আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।


সেই সুযোগ কাজে লাগিয়েই জাকির হাসান ও এনামুল হক জুনিয়রকে দলে নিয়েছে তারা। জাকির ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। সর্বশেষ বিসিএলে ৪ ম্যাচে ৩৯৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংসটি ১৫৮ রানের।


এনামুল বাংলাদেশের ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার। এই দুজনকে দলে নেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশি ক্রিকেটারদের মধ্যে হালের শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম ও আকবর আলীদের নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম।


promotional_ad

জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে শ??িফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা রয়েছেন এই দলে। জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, নাঈম ইসলামরাও রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটিতে।


এ ছাড়া বিদেশিদের মধ্যে তিন ক্যারিবীয় তারকা চ্যাডউইক ওয়ালটন, র‍্যায়াদ এমরিট ও কেনার লুইসকে দলে নিয়েছে চট্টগ্রাম। এর বাইরে বেনি হাওয়েল ও উইল জ্যাকস আছেন দলটিতে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-


দেশি ক্রিকেটার: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।


বিদেশি ক্রিকেটার: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ও উইল জ্যাকস (ইংল্যান্ড)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball