Connect with us

আইসিসি র‍্যাঙ্কিং

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন, এবাদত-শরিফুলের উন্নতি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হাফ সেঞ্চুরি পর সেঞ্চুরি, নিউজিল্যান্ড সফরটি স্বপ্নের মতো কাটিয়েছেন লিটন দাস। স্ট্রোক, পুল শটসহ নান্দনিক ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। তাতেই আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিয়ে লম্বা লাফ দিয়েছেন লিটন। ১৭ ধাপ এগোনো ডানহাতি এই ব্যাটারের বর্তমান অবস্থান ১৫তম স্থানে। যা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

মাউন্ট মঙ্গানুইতে দুর্দান্ত ব্যাটিং করলেও সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয়েছিল লিটনকে। প্রথম ইনিংসে খেলেছিলেন ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার দিনে সেঞ্চুরি করেছিলেন লিটন। যদিও তাতে বাংলাদেশের হার এড়াতে পারেননি। তবে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

নিউজিল্যান্ড সফর শেষে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক এবাদত হোসেন ও পেসার শরিফুল ইসলামের। দুই টেস্টে ৯ উইকেট নেয়া ডানহাতি এই ব্যাটার ১৭ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে তার অবস্থান ৮৮ নম্বরে। ৫ উইকেট নেয়া শরিফুল ৩৪ ধাপ উন্নতি করে পৌঁছে গেছেন ১০৪ নম্বরে।

দুই টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে ৩ ইনিংসে ২৪৪ রান করেছেন ডেভন কনওয়ে। তাতে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। যেখানে ১৮ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৯তম স্থানে।

লম্বা সময় পর টেস্ট দলে ফিরেই বাজিমাৎ করেছেন উসমান খাওয়াজা। সিডনি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তাতে আবারও আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন খাওয়াজা। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তার অবস্থান ২৬তম। 

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকে তিনে উঠে এসেছেন স্টিভ স্মিথ। দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলার বদৌলতে চার ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ডিন এলগার। 

বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। তাতে আট ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার। ৬ উইকেট নিয়ে এক ধাপ আগানো কাগিসো রাবাদা রয়েছেন পাঁচে। 

সর্বশেষ

১৮ মে, বুধবার, ২০২২

সেঞ্চুরি করলে ব্র্যাডম্যান, খারাপ খেললে মনে হয় গর্তে ঢুকে যাই: মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

৫ হাজার না ১০ হাজার রান করবি, জয়কে মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

১৮ মে, বুধবার, ২০২২

এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ইংল্যান্ডের সাদা বলের কোচ হলেন ম্যাথু মট

১৮ মে, বুধবার, ২০২২

দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজে ভারতের কোচ হচ্ছেন লক্ষ্মণ

১৮ মে, বুধবার, ২০২২

কথা রাখলেন স্টোকস, ফিরলেন ব্রড-অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

আইপিএল ছাড়লেন উইলিয়ামসন

১৮ মে, বুধবার, ২০২২

পাঁচ হাজারের এলিট ক্লাবে মুশফিক

আর্কাইভ

বিজ্ঞাপন