চারদলীয় সিরিজ

ভারত-অস্ট্রেলিয়াকে নিয়ে চারদলীয় সিরিজ চান রমিজ রাজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:24 মঙ্গলবার, 11 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে চারদলীয় সিরিজের প্রস্তাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ভারতের সঙ্গে নিয়মিত খেলতে আইসিসির মিটিংয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

এই চারদলীয় সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে পাকিস্তান-ভারতের সিরিজ দেখা থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেট ভক্তরা। এবার এই সমস্যা সমাধানে মাঠে নেমেছেন রমিজ।

ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত মোট ছয়টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও ভারতের। যদিও একটি সিরিজও আলোর মুখে দেখেনি। ২০১৩ সাল থেকেই এশিয়া কাপ ও আইসিসির টুর্নামেন্টগুলোতে ছাড়া এই দুই দলের লড়াই দেখা যায়নি।

আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন এই সিরিজটি নিয়ে বেশ আশাবাদী পাকিস্তান। এরই মধ্যে এই সিরিজটি নিয়ে নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন রমিজ।

অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের জন্য উসমান খাওয়াজা তার দলের সদস্যদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের গনমাধ্যম।

আসন্ন এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।সবকিছু ঠিক থাকলে ১৯৯৮ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাবে অজিরা।