promotional_ad

বোল্টের তোপে লন্ডভন্ড বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে ৫২১ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ায় ম্যাচের তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামতে পারে বাংলাদেশ। অথবা নিউজিল্যান্ড দল আবারও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে। এই ব্যাপারে কিউই দলপতির সিদ্ধান্ত এখনো জানা যায়নি।


প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মধ্যেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটারকে হারায়। বোল্ট-সাউদির যৌথ আক্রমণে একে একে সাজঘরে ফিরে যান সাদমান ইসলাম (৭), মোহাম্মদ নাইম শেখ (০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (০)।


এরপর দলীয় ২৭ রানে ফিরে যান লিটন দাসও। লিটন ফেরেন আট রান করে। এরপর ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। এই দুজনে যোগ করেন ৬০ রান। ব্যক্তিগত ৪১ রানে সোহান সাউদির বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে।


ধীরে সুস্থে খেলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বোল্টের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান তিনি। যাওয়ার আগে করেন ৩৩ বলে পাঁচ রান।


এক প্রান্ত আগলে রেখে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। কিন্তু ব্যক্তিগত ৫৫ রানে তাকেও সাজঘরে ফেরান কাইল জেমিসন। ৪৩ রান খরচায় পাঁচ উইকেট নেন বোল্ট। তিন উইকেট নেন সাউদি। দুই উইকেট নেন জেমিসন।


promotional_ad

এর আগে দিনের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। এদিন শুরুতেই স্বাগতিকরা ডেভন কনওয়ের উইকেট হারায়। ৯৯ রান তুলে অপরাজিত থাকা কনওয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০৯ রানে রান আউট হয়ে ফিরেছেন।


এর খানির পরেই তাসকিন আহমেদকে ড্রাইভ করে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক লাথাম। তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান ৩০৬ বলে। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন লাথাম।


ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলরকে ফিরিয়েছেন এবাদত হোসেন। এই পেসারের ফুলার বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন টেলর। যদিও স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন শরিফুল ইসলাম।


টেলর ফেরার পর ২০৮ রানে আউট হয়ে যেতে পারতেন লাথাম। যদিও তাসকিন তার ফিরতি ক্যাচ হাত ফসকেছেন অল্পের জন্য। যদিও হ্যানরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত।


এই পেসারের বলে ইন সাইড এজ হয়েছিলেন নিকোলস। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগে জমা পড়েছে নুরুল হাসান সোহানের হাতে।


মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ রান করা ড্যারিল মিচেলকে নিজের শিকার বানান শরিফুল। প্রথম সেশনে ৭৪ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে কিউইরা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত রান তুলতে থাকে কিউইরা।


অধিনায়ক টম লাথাম ২৫২ রান করে মুমিনুল হকের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ব্ল্যান্ডেল। ৫২১ রানে ইনিংস ঘোষণার সময় ব্ল্যান্ডেল ৫৭ ও কাইল জেমিসন ৪ রানে অপরাজিত ছিলেন।


সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৫২১/৬ (ডিক্লে.) (১২৮.৫ ওভার) (লাথাম ২৫২, ইয়ং ৫৪, কনওয়ে ১০৯, রস টেলর ২৮, ব্ল্যান্ডেল ৫৭; এবাদত ২/১৪৩, শরিফুল ২/৭৯)


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১২৬/১০ (৪১.২ ওভার) (ইয়াসির ৫৫, সোহান ৪১; বোল্ট ৪/৪৩, সাউদি ৩/২৮, জেমিসন ২/৩২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball