Connect with us

অ্যাশেজ সিরিজ

খাওয়াজাকে একাদশ থেকে বাদ দেয়া বেশ কঠিন: কামিন্স


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ট্রাভিস হেড করোনা পজিটিভ হওয়ায় প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফেরা হয়েছে উসমান খাওয়াজার। ফিরেই দুই ইনিংসে দুই সেঞ্চুরি করে বাজিমাত করেছেন খাওয়াজা। এদিকে করোনা নেগেটিভ হয়ে হোবার্ট টেস্টে ফেরার সম্ভাবনা আছে হেডের। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হতে পারে খাওয়াজার। যদিও প্যাট কামিন্সের পূর্ণ আস্থা অর্জন করেছেন খাওয়াজা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ড রাঙিয়েছেন খাওয়াজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ১৩৮ বলে অপরাজিত ১০১ রান। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ড্র হলেও বাড়তিভাবে আলো ছড়িয়েছেন তিনি।

অজি অধিনায়কের ভরসাও কুঁড়িয়ে নিয়েছেন ৩৫ বছর বয়সী খাওয়াজা। যদিও হোবার্টে এই টপ অর্ডার ব্যাটার খেলবেন কিনা সেটা নিশ্চিত করে বলেননি প্যাট কামিন্স। তবে খাওয়াজার দুটি শতক মন কেড়েছে তার।

সিডনি টেস্টের পর খাওয়াজা বলেন, 'এই ব্যাপারে আমি মুখবন্ধ রাখতে পারি। বলতেই পারি যে আমি নির্বাচক নই। কিন্তু কেউ যখন এসেই দুটো শতক হাঁকায়, পরের সপ্তাহে তাকে বাদ দেয়া বেশ কঠিন। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করব। নির্বাচকরা পরের কয়েকদিন এটা নিয়ে ভাববে।'

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়েও নামা হয়েছে খাওয়াজার। এক থেকে ছয়- সব পজিশনে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। এ কারণেই খাওয়াজার অভিজ্ঞতায় বাড়তি আস্থা রাখছেন কামিন্স।

অস্ট্রেলিয়া দলপতি আরও বলেন, 'এক থেকে ছয়ে যেকোনো ব্যাটারের বদলি হয়ে সে নামতে পারবে। তার বৈচিত্র্য অসাধারণ। এশিয়ায় তার স্পিন খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আপনি চাইলে দেখতে পারেন সাম্প্রতিক সময়ে সে কীভাবে স্পিন খেলে।'

'রিভার্স সুইপিং, সুইপিং.. সে এমন একজন যে খেলার প্রতি পুরোপুরি নিয়ন্ত্রণ রাখে। একারণেই আপনি অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে চাইবেন।'

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

‘আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না’

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সড়ক দুর্ঘটনায় পরপারে ‘স্লো ফিঙ্গার অব ডেথ’ খ্যাত ‍কোয়ের্তজেন

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

প্রয়োজনের ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বাউন্ডারি যেমন ই হোক, রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

আর্কাইভ

বিজ্ঞাপন