promotional_ad

আমরা প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারিনি: গিবসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বরাবরই পেসারদের স্বর্গ। কিন্তু প্রথম দিনে এমন গ্রিন টপেও বিবর্ণ ছিলেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা। কিউই ব্যাটাররা রান তুলেছেন সাবলীলভাবে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা, দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন ওটিস গিবসন।


ঘাসের সবুজ উইকেটের সঙ্গে সকালের শিশির, সবমিলিয়ে পেসারদের জন্য বাড়তি সুবিধা ছিল উইকেটে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি বোলাররা। তিন সেশন মিলিয়ে সাফল্য বলতে ছিল কেবল উইল ইয়ংয়ের উইকেট।


promotional_ad

গিবসন বলেন, ‘আমার মনে হয়, উইকেটের সবুজ দেখলে যেমনটি মনে হয়, বল ততটা (মুভমেন্ট) করেনি আজকে। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেছে বলে মনে হয় না আমাদের। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।’


সকালে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান জানাতে পারেনি বোলাররা। শুরুতে দেখে-শুনে সাবধানী ব্যাটিং করেন দুই কিউই ওপেনার টম লাথাম এবং উইল ইয়ং। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী হতে থাকেন দুজনই। 


ইয়ং হাফ সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক। তিনি দিন শেষে অপরাজিত আছেন ১৮৬ রানে। সাদা পোশাকে তৃতীয় শতক হাঁকানোর অপেক্ষায় আছেন আরেক অপরাজিত ব্যাটার ডেভন কনওয়ে। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ।


গিবসন বলেন, ‘আমার মনে হয়, দুটি মিলিয়েই (ভালো ব্যাটিং, বাজে বোলিং)। তারা অবশ্যই খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম, এবার তা পারিনি। লাথাম খুব ভালো খেলেছে। সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball