Connect with us

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আমরা প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারিনি: গিবসন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বরাবরই পেসারদের স্বর্গ। কিন্তু প্রথম দিনে এমন গ্রিন টপেও বিবর্ণ ছিলেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা। কিউই ব্যাটাররা রান তুলেছেন সাবলীলভাবে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা, দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন ওটিস গিবসন।

ঘাসের সবুজ উইকেটের সঙ্গে সকালের শিশির, সবমিলিয়ে পেসারদের জন্য বাড়তি সুবিধা ছিল উইকেটে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি বোলাররা। তিন সেশন মিলিয়ে সাফল্য বলতে ছিল কেবল উইল ইয়ংয়ের উইকেট।

গিবসন বলেন, ‘আমার মনে হয়, উইকেটের সবুজ দেখলে যেমনটি মনে হয়, বল ততটা (মুভমেন্ট) করেনি আজকে। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেছে বলে মনে হয় না আমাদের। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।’

সকালে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান জানাতে পারেনি বোলাররা। শুরুতে দেখে-শুনে সাবধানী ব্যাটিং করেন দুই কিউই ওপেনার টম লাথাম এবং উইল ইয়ং। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী হতে থাকেন দুজনই। 

ইয়ং হাফ সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক। তিনি দিন শেষে অপরাজিত আছেন ১৮৬ রানে। সাদা পোশাকে তৃতীয় শতক হাঁকানোর অপেক্ষায় আছেন আরেক অপরাজিত ব্যাটার ডেভন কনওয়ে। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ।

গিবসন বলেন, ‘আমার মনে হয়, দুটি মিলিয়েই (ভালো ব্যাটিং, বাজে বোলিং)। তারা অবশ্যই খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম, এবার তা পারিনি। লাথাম খুব ভালো খেলেছে। সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে।’

সর্বশেষ

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

অথচ ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন অজিদের বর্ষসেরা স্টার্ক

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

বিপিএলের মাঝ পথে অধিনায়ক বদল করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

লড়াই করেও খুলনাকে জেতাতে পারলেন না মুশফিক

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

ওয়েস্ট ইন্ডিজ দলে কোন্দল নেই, বোর্ডের বিবৃতি

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

শাহরুখের মাঝে ইউসুফের ছায়া খুঁজে পান হার্শা

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

ভয়ডরহীন ক্রিকেটেই ভারত বধ করতে চান রাকিবুল

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

জোসেফকে পাচ্ছে না বরিশাল, বদলি হেইন

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

জাহানারাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

২৮ জানুয়ারী, শুক্রবার, ২০২২

টি-টোয়েন্টি শুধু ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের খেলা নয়: তামিম

২৮ জানুয়ারী, শুক্রবার, ২০২২

তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতে সিলেটের পাহাড় টপকালো ঢাকা

আর্কাইভ

বিজ্ঞাপন