বাংলাদেশ-নিউজিল্যান্ড

তাসকিন-এবাদতদের বিপক্ষে পরিকল্পনায় সফল নিউজিল্যান্ডের ব্যাটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:01 রবিবার, 09 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চ। ভেন্যু বদলালেও পরিকল্পনা বদলায়নি নিউজিল্যান্ডের। তবে সিরিজের প্রথম টেস্টে সেই পরিকল্পন্না ভেস্তে গেলেও, দ্বিতীয়টির প্রথম দিনে দারুণ সফল হয়েছেন কিউই ব্যাটাররা।

বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবানোই ছিল তাদের প্রথম লক্ষ্য, সেই সঙ্গে শুরুর দিকে বল ছেড়ে খেলার পরিকল্পনা ছিল উইল ইয়ং-টম লাথামদের। এক উইকেটে ৩৪৯ রান নিয়ে দিন শেষ করা নিউজিল্যান্ডের পক্ষে সংবাদ সম্মেলনে এসে এ কথাই জানিয়েছেন ব্যাটিং কোচ লুক রঙ্কি।

দিন শেষে ১৮৬ রানে অপরাজিত আছেন টম লাথাম, ডেভন কনওয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ৯৯ রানে। আর ওপেনার উইল ইয়ং আউট হয়েছেন ৫৪ রানে। আর এই তিন ব্যাটসম্যানই তাদের ইনিংসের শুরুতে বল ছেঁড়ে খেলেছেন, বোলারদের বিরক্ত করতে বা হতাশায় ফেলতে।  

রঙ্কি বলেন, 'আমাদের প্রথম কাজ ছিল মূল কাজটা ঠিক রাখা। ঠিক সময়ে সঠিক কাজটা করা। আমরা এটা মাউন্ট মঙ্গানুইতেও করেছিলাম। কিন্তু শেষ বেলায় এসে বাংলাদেশ ম্যাচে ফিরে। আজকেও আমরা এই মন্ত্রে এগিয়েছি। ছেলেরা দারুণ করেছে।' 

'আমরা স্পিনারদের ওপরও চাপ প্রয়োগ করেছি। গেল ম্যাচে আমরা যেটা করতে পারিনি। আজকে শুরু থেকেই তাকে চাপে ফেলার লক্ষ্য ছিল আমাদের। কারণ স্পিনারকে চাপে ফেললে পেসাররা বোলিংয়ে আসবে। এটাও আমাদের আমাদের পক্ষে গিয়েছে' আরও যোগ করেন তিনি।   

মাউন্ট মঙ্গানুইতে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লাথাম। তবে ক্রাইস্টচার্চে এসে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। হাঁটছেন দ্বিতীয় শতকের দিকেও। রঙ্কি জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং নিয়ে কাজ করেছেন কিউই অধিনায়ক, যার প্রতিফলন দেখা গিয়েছে এখানে। 

রঙ্কি বলেন, 'এই সিরিজে সে মানসিকভাবে ভালো অবস্থান আছে। টেস্টের মাঝে আমরা কিছু কাজ করেছি যা এই টেস্টে আমরা মাঠেই দেখতে পাচ্ছি। এমন সবুজ উইকেটে ভাগ্য আপনার সহায়তা দিবে কিন্তু রানটা আপনাকেই করতে হবে।'