Connect with us

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

দলের মানসম্পন্ন পেসারদের প্রতি পূর্ণ ভরসা ডমিঙ্গোর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে বরাবরের মতো এবারও দেখা যাবে পেস বান্ধব উইকেট। আর পেসবান্ধব উইকেটে দাপট দেখিয়ে জয় তুলে আনতে রাসেল ডমিঙ্গো ভরসা রাখছেন নিজ দলের পেস ইউনিটের প্রতি।

মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন পেসাররা। নিউজিল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১৩ উইকেট। এক এবাদত হোসেনই নিয়েছেন সাত উইকেট।

এছাড়া শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে তিনটি করে উইকেট। একটি উইকেট ছিল রানআউট। বাকি ছয় উইকেট গেছে স্পিনারদের ঝুলিতে। মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে চারটি ও মুমিনুল হক নেন দুটি উইকেট।

পেসারদের এমন পারফরম্যান্সে ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে স্বপ্ন বুনছেন ডমিঙ্গো, 'আমি এখনও উইকেট দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দিবে।

'আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।'

ঘরের মাটিতে বরাবরই স্পিনিং উইকেটে খেলে বাংলাদেশ। যার কারণে একাদশে সুযোগ পাওয়াই কষ্ট হয়ে যায় পেসারদের জন্য। যারা খেলার সুযোগ পান, তাদেরও ভালো করা কঠিন হয়ে যায়। নিউজিল্যান্ডের পেসবান্ধব উইকেটে তাই ভালো করার জন্য বাড়তি তাড়না থাকে পেসারদের, মনে করেন ডমিঙ্গো।

'আমাদের ভালো পেসার আছে। কিন্তু তারা এমন কন্ডিশনে বল করার সুযোগ খুব একটা পায় না। লম্বা স্পেলে বল করতে পারে না। উপমহাদেশের কন্ডিশন তাদের পক্ষে থাকে না। সবাই এই ম্যাচে হারের ব্যাপারে তটস্থ ছিল। কারণ ইতিহাস তাই বলে। আমি জানতাম তাদের জেতার সামর্থ্য আছে।'

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন