Connect with us

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

আমরা জয়ের জন্যই খেলব: তাসকিন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই টেস্টে জেতার পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে জিতে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে নিতে চায় লাল-সবুজের দল। দলের ইনফর্ম পেসার তাসকিন আহমেদ জানালেন, ক্রাইস্টচার্চে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে নিয়মিত হারাটাই যেন স্বভাব ছিল বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুইতে সেই ধারা থেকে বেরিয়ে এসেছে দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগে অসাধারণ পারফর্ম করে প্রতিটি সেশনে দাপটের সঙ্গে এগিয়ে থেকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টাইগাররা।

এবার তাই নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের নাস্তানাবুদ করে সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। আত্মবিশ্বাস হিসেবে শক্তি যোগাচ্ছে প্রথম টেস্টে আট উইকেটের সেই জয়। সিরিজ জিততে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তাসকিন।

তিনি বলেন, 'আমরা আশাবাদী। কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। ওভার অল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।'

ক্রাইস্টচার্চে বৃষ্টির কারণে গত শুক্রবার (৭ জানুয়ারি) অনুশীলন সারতে পারেনি বাংলাদেশ। তবে শনিবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের।

তাসকিন আরও বলেন, 'গতকাল (শুক্রবার) বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি আল্লাহর রহমতে।'

আগামী রবিবার (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টটি না জিতে অন্ততপক্ষে ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুলবাহিনী।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সহজ ক্যাচ ছাড়লেন মুশফিক

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন