promotional_ad

পেসার ম্যাচ জিতিয়েছে, এটা ইতিবাচক: মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন। একজন পেসার টেস্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল। অন্য সবার মতো মাশরাফি বিন মর্তুজাও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের ধারণা, এবাদত দ্রুত উইকেট না নিলে ম্যাচ ড্র হতে পারতো।


মাউন্ট মঙ্গানুইতে গত বুধবার (৫ জানুয়ারি) আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে কিউই মুলুকে এটাই বাংলাদেশের প্রথম জয়। যেখানে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছেন এবাদত।


promotional_ad

মাশারাফি বলেন, 'এটা খুব ভালো দিক যে, পেস বোলার ম্যাচ জিতিয়েছে। হ্যাঁ, ব্যাটাররা রান করেছে কিন্তু সেই সময়ে এবাদত যদি  উইকেট না নিতো তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম না, ড্র হতো।'


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'পেসারদের ওপর আপনার কতটুকু আস্থা আছে এটাও প্রভাব রাখে। আপনার আস্থা না থাকলে পেসারদেরও কিন্তু নিজের ওপর আস্থা কমে যায়।'


ঘরের বাইরে কোনো টেস্ট ম্যাচে পাঁচ দিন ধরে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। এমনটা শেষ কবে করেছে টাইগাররা তা হয়তো বলা মুশকিল। তবে মাউন্ট মঙ্গানুইতে কিউই ব্যাটারদের রীতিমতো শাসন করেছেন এবাদত হোসেন-তাসকিন আহমেদরা।


মাশরাফি বলেন, 'পেস বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে। অথচ টি-টোয়েন্টি দেখুন, পেসাররাই ভালো করে আসছে। তাসকিন ভালো করছে। টেস্ট একটা জায়গা ছিল, যেখানে পেসাররা তেমন প্রভাব ফেলতে পারেনি। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পেসাররা কখনও এত খারাপ করেনি। টেস্টে কাজ করার সুযোগ আছে। কাজ করলে ফলাফলও আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball