promotional_ad

এই জয় বাংলাদেশের ক্রিকেটে শ্রেষ্ঠ অর্জন: মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল খেলেছে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের স্বপ্ন ভেঙ্গে কোয়াটার ফাইনালে খেলেছে। টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছে। এই সবগুলো জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু মুমিনুল হকের কাছে এতসব অর্জনকে ছাপিয়ে গেছে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। তিনি মনে করেন, নিউজিল্যান্ডের মাটিতে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন।


মাউন্ট মঙ্গানুইতে বুধবার (৫ জানুয়ারি) আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে কিউই মুলুকে এটাই বাংলাদেশের প্রথম জয়। তার জন্য টাইগার সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ ম্যাচ।


promotional_ad

মুমিনুল বলেন, ‘হ্যাঁ, আমার কাছে তা-ই মনে হয় (শ্রেষ্ঠ অর্জন)। আপনার সঙ্গে আমি একমত। পরিস্থিতি যেমন ছিল সেই অবস্থা থেকে এটা অনেক। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এটা অনেক বড় অর্জন আমার মনে হয়।’


ঘরের বাইরে কোনো টেস্ট ম্যাচে পাঁচ দিন ধরে আধিপত্য বিস্তার করে খেলছে বাংলাদেশ। এমনটা শেষ কবে করেছে টাইগাররা তা হয়তো বলা মুশকিল। তবে মাউন্ট মঙ্গানুইতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই রীতিমতো শাসন করেছেন লিটন দাস-এবাদত হোসেনরা।


এই ম্যাচে শুরু থেকেই বাংলদেশ ফলাফল নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। মুমিনুলের মতে, পরিস্থিতি অনুযায়ী খেলেছে তার দল। আর সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছে। 


মুমিনুল বলেন, ‘আমরা ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি। আমি এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে। আমাদের ভেতরে ছিল, প্রক্রিয়া অনুযায়ী যেন খেলতে পারি। যেমন ব্যাটিংয়ের সময় লক্ষ্য ছিল লম্বা সময় ধরে খেলার। বোলিংয়ে একটা জায়গায় বল করা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball