promotional_ad

হাসান জানেন, আক্ষেপ করে কোনো লাভ নেই

promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট ||


লম্বা সময় ধরে পিঠের চোটে ভুগছেন হাসান মাহমুদ। দীর্ঘদিন পুনর্বাসন চললেও এখনো মাঠে ফেরা হয়নি ডানহাতি তরুণ এই পেসারের। প্রায় ১০ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা হাসান আজ (রোববার) থেকে শুরু করেছেন নেট বোলিং। চোট থেকে সেরে ওঠার এই লড়াইয়ে জয়ী হতে চলতি মাসেই চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবেন তিনি।


২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের চোটে পড়েন হাসান। এরপর বেশ কিছুদিন বিশ্রামেও ছিলেন। এরপর জাতীয় দলের ফিজিওর অধীনে শুরু হয় তার পুনর্বাসন। এর অংশ হিসেবে বোলিংও শুরু করেন তিনি।


তবে বোলিং শুরু করার পর ফল ভালো মেলেনি। পুরনো ব্যথা আবারও মাথা চাড়া দেয়। সব মিলিয়ে সব মিলিয়ে প্রায় দশ মাস সময় ধরে মাঠের বাইরে হাসান মাহমুদ।  অবশেষে চোটের অবস্থা জানতে জানুয়ারির শেষে ইংল্যান্ডে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।


promotional_ad

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসান বলছিলেন, ‘জানুয়ারিতে ইংল্যান্ড যাব দেবশিষ স্যার বলছিলেন। ওখানে ডাক্তারের সাথে দেখা করব। মনে হয় স্ক্যান বা কোনো একটা বিষয় আছে।’


২০২০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নেমে বাজিমাত করেন হাসান। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিলেও গতিময় বোলিংয়ের সঙ্গে নিখুঁত লাইন-লেংথে আলো কাড়েন তিনি। এরপর ডাক পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে।


অমিত সম্ভাবনা নিয়ে হাজির হলেও চোটের কারণে সুবিধা করতে পারছেন না। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক না হলেও দুই ফরম্যাটে দেশের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ড সফরে পাওয়া চোটের কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কা সফরে।


ছিলেন না ঘরের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। বর্তমানে ফ্যাসিট জয়েন্ট ইনজুরিতে ভুগছেন হাসান মাহমুদ। তার চোট সারাতে সফট টিস্যু ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় এগিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। দীর্ঘদিন খেলতে না পারার জন্য আক্ষেপ করতে নারাজ এই পেসার।


হাসান বলেন, ‘না, আসলে এটা আক্ষেপ করে কোনো লাভ নেই। ইনজুরি যতদিন ছিল ততদিন আমি বাইরে ছিলাম। এখানে আফসোসের কিছু নেই। এটা প্রাকৃতিকভাবে রিকভারি করে আসছে। না, আমিও জানি না কীভাবে ইনজুরিটা হয়েছিল। পেইন লোয়ার ব্যাক ম্যাসেলে।’


আসন্ন বিপিএলে খেলা হবে হাসানের। তবে ফিরতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে, ‘এক মাস পর। বিপিএলের চিন্তা অবশ্যই না আগে ফিট হওয়ার চিন্তা। এখন নরমালি একটা স্টেজ বাই স্টেজ আগাচ্ছি। ডিল থেকে বোলিংয়ে, বোলিং থেকে উইকেটে। ধারাবাহিকভাবে আগাচ্ছি। অবশ্যই প্রিমিয়ার লিগ থেকে টার্গেট থাকবে ফুল এফোর্ট দিয়ে খেলতে। প্রিমিয়ার লিগে মোহামেডানের সাথে কথা হচ্ছে।’


সঙ্গে যোগ করেন হাসান, ‘শেষ তিন সপ্তাহ ধরে বোলিং শুরু করেছি।আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন ৭০-৮০ শতাংশ আগাচ্ছি। এখন হচ্ছে হিপ কন্ডিশনিং, রানিং, রিহ্যাব তো আছে সাথে, তারপর স্ট্রেইন ট্রেনিং এরপর রিহ্যাবের সাথে যা আছে তাই। আস্তে আস্তে আগাচ্ছি।হাসান জানেন, আক্ষেপ করে কোনো লাভ নেই



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball