promotional_ad

দুই বছর পর টেস্ট খেলতে নামছেন খাওয়াজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা পজিটিভ হওয়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন ট্রাভিস হেড। তার জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে উসমান খাওয়াজার। এবারের অ্যাশেজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেতে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।


আগামী বুধবার (৫ জানুয়ারী) সিডনিতে শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। এই টেস্টের সপ্তাহ খানেক আগে নিয়মিত করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন হেড। তাই এই টেস্টে তার আর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।


promotional_ad

গত বেশ কয়েকটি সিরিজে দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মিলছিল না খাওয়াজার। এবার একাদশে সুযোগ পেলে তা কাজে লাগাতে মুখিয়ে আছেন এই টপ অর্ডার ব্যাটার।


তিনি বলেন, 'খেলার মধ্যে থাকলে একজন ক্রিকেটারের ছন্দ ধরে রাখতে পারে। আমি গত এক মাস কোনো ম্যাচ খেলিনি। তবে আশা করছি খুব শীঘ্রই ছন্দ ফিরে পাব। যদি আমি খেলি এবং আধা ঘন্টা ব্যাট করতে পারি তাহলে ভালো কিছু করতে পারব।'


২০১৯ সালের আগস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন খাওয়াজা। লিডসে সেই টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩ রান। এবার একাদশে সুযোগ পেলে বড় রান করতে চান এই টপ অর্ডার ব্যাটার।


তিনি বলেন, 'আমি হয়তো এক ম্যাচের বেশি সুযোগ পাব না। দলের এই পরিস্থিতি আমি বুঝি। আশা করি সুযোগ পেলে সেঞ্চুরি করতে পারব এবং হেডের অনুপস্থিতিতে দলের জন্য ভাল কিছু করতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball