রান আউটে ভাঙলো কনওয়ে-ইয়ংয়ের শতরানের জুটি
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড- ৯৪/১ (ওভার ৩৫) (কনওয়ে ৬০*, ইয়ং ৩১*, শরিফুল ১/২০)
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।

মাউন্ট মঙ্গানুইতে টস জিতে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তাদের দুজনের সুইং সামলাতে বেশ খানকিটা হিমশিম খেতে হচ্ছিলো টম লাথাম এবং উইল ইয়ংকে। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে ব্রেুক থ্রু এনে দেন শরিফুল।
বাঁহাতি এই পেসারের ফুল লেংথের বল খেলতে গিয়ে ইন সাইড এজ হয়ে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লাথাম। বাঁদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিতে ভুল করেন বাংলাদেশের এই উইকেটকিপার। তাতে কেন উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়ক হিসেবে খেলতে নামা লাথাম আউট হয়েছেন এক রান করে।
এরপর দারুণভাবে জুটি গড়ে তোলেন ডেভন কনওয়ে এবং ইয়ং। শুরুর দিকে বাংলাদেশি বোলারদের বিপক্ষে সাবধানী ব্যাটিং করলেও সময় যত গড়িয়েছে ততই রান তোলায় মনোযোগ দিয়েছেন তারা দুজন। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে ৬৬ রান সংগ্রহ করে কিউইরা।
মধ্যাহৃ বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি পূরণ করেন কনওয়ে। মেহেদি হাসান মিরাজের বলে ডম উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে ১০১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া ইয়ংও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তবে হাফ সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।
কনওয়ের সঙ্গ ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ইয়ং। ৫২ রান করে ডানহাতি এই ওপেনার ফিরলে ভাঙে কনওয়ের সঙ্গে তার ১৩৮ রানের অনবদ্য জুটি।
বাংলাদেশ- সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড- টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।