promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ফিরতে মুখিয়ে আছেন কনওয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে ব্যাটে ঘুষি মেরেছিলেন ডেভন কনওয়ে। এরপর তার এক্স রেতে দেখা যায় হাতে চিড় ধরেছে। এর ফলে মাঠের বাইরে থাকতে হয়েছে এক মাসেরও বেশি সময়।


এই চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তার। যদিও চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন এই কিউই ব্যাটার। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি।


promotional_ad

দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে আবু জায়েদ রাহির বলে শূন্য রানে ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলার জন্য তৈরি তিনি।


কনওয়ে বলেন, ‘আমার হাত সত্যিই দারুণভাবে সেরে উঠেছে এবং পরের টেস্টে বাছাইয়ের জন্য ভালো অবস্থায় আছি আমি। হালকা সমস্যা আছে। কিন্তু ততটা গুরুতর নয়।'


দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর খেলতে তর সইছে না কনওয়ের। তিনি বলেন, 'আমি খুব বেশি চিন্তাও করছি না। আমি ফিট, যদি দলে বাছাই করা হয় তাহলে আমি মাঠে নামতে উন্মুখ হয়ে আছি।’


বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর ৭৬.৪ ওভার ফিল্ডিংও করেছেন তিনি। যদিও ফিল্ডিং করতে এখনও কিছুটা অস্বস্তি লাগছে তার। দ্রুতই এই সমস্যা কাটিয়ে উঠতে আশাবাদী তিনি।


কিউই টপ অর্ডার ব্যাটারের ভাষ্য, ‘মুঠোর শক্তি (ব্যাটিংয়ের জন্য) দারুণভাবে ফিরে এসেছে। এটি আমাকে খুব বেশি সমস্যায় ফেলেনি। হাড় ও পেশির ঝাঁকুনির কারণে পূর্ণ শক্তিতে ফিল্ডিংয়ে ফিরতে হয়তো একটু সময় লাগবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball