Connect with us

অ্যাশেজ সিরিজ

ইংল্যান্ড দলে করোনার হানা, আইসোলেশনে ধারাভাষ্য দল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে হানা দিয়েছে কোভিড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন খেলা শুরুর আগে জানা গেছে এমনটা। আর তাই খেলা শুরুর নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচটি। করোনা হানা দিয়েছে অ্যাশেজের ধারাভাষ্য প্যানেলেও।

খেলা শুরুর আগে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ হন ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফের দুই সদস্য ও তাদের পরিবারের দুজন সদস্য। আর তাতেই শুরু হয় শঙ্কা। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে দ্বিতীয় দিনের খেলা।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বর্তমানে খেলা হচ্ছে। এই রাজ্যে বক্সিং ডে'তে করোনা সনাক্ত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ। অবশ্য ভিক্টোরিয়া রাজ্য সরকারের কোভিড বিধি-নিষেধ খুব বেশি কঠোর নয়। তাই ইংল্যান্ড একাদশের ক্রিকেটাররা নেগেটিভ হওয়ায় দ্বিতীয় দিনের খেলা ভালোভাবেই হচ্ছে।

অ্যাশেজের পরের ম্যাচটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে। এখানে ২৭ ডিসেম্বর (সোমবার) করোনা পজিটিভ হয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ। কোভিড নীতিমালায় বরাবরই কঠোর সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকাররা। এ কারণেই মূল শঙ্কা।

যদিও এসব শঙ্কা উড়িয়ে দিচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। এদিকে অস্ট্রেলিয়ার টেলিভিশন ব্রডকাস্টার চ্যানেল সেভেনের দুই জন সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন।

চলমান ম্যাচটির দ্বিতীয় দিনে তাই পুরো ধারাভাষ্য দলকে বদলাতে হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং, ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামসহ ধারাভাষ্য দলের সবাইকেই রাখা হয়েছে আইসোলেশনে।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন